সুপার লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেল মোহামেডান
ম্যাচ শুরুর আগেই চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। তবে সময় মতো টস হলেও বৃষ্টির বাধা আসে ম্যাচের ২৯.৪ ওভারের সময়। টসে হেরে ব্যাট করতে নামা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সংগ্রহ তখন ৭ উইকেট হারিয়ে ১১৭ রান। এরপর আর তাদের ব্যাটিংয়ে নামা হয়নি। বৃষ্টির কারণে লিজেন্ডস অব রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। সহজ লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে রূপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের প্রথম দিনে মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করা মোহমেডান। ব্যাটিং ব্যর্থতায় বৃষ্টির আগে ২৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১১৭ রান। বৃষ্টি আইনে ২২ ওভারে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ৯৩ রান। যা মাত্র ১৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে টপকে গেছে সাইফ হাসানের দল। মুস্তাফিজুর রহমান ২ ওভার বল করে দিয়েছেন ১৩ রান।
২২ ওভারে ৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমের উইকেট তুলে নেন নাসুম আহমেদ। তবে মোহামেডানের বোলারদের সাফল্য ঐ একটাই। এরপর সৌম্য সরকার ও অধিনায়ক সাইফ মিলে গড়েন অপরাজিত ৯৪ রানের জুটি। সৌম্য অপরাজিত থাকেন ৩৬ রানে। আর সাইফের ব্যাট থেকে আসে ৫৫ রান। আর তাতেই মাত্র ১৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার আনিসুল ইসলামের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৩৫ রান। নিষিদ্ধ হওয়ার কারণে এদিন মাঠে নামতে পারেননি অধিনায়ক তাওহিদ হৃদয়। নতুন অধিনায়ক রনি তালুকদার এদিন রানের খাতাই খুলতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। ১০০ রান তুলতেই সাত উইকেট হারায় রনির দলI এরপর বৃষ্টি নামলে আর ব্যাটিংয়ে ফেরা হয়নি মোহামেডানের।
এই জয়ে সুপার লিগের শুরুটা দারুণ করলো সবার শেষে থেকে সুপার লিগ নিশ্চিত করা রূপগঞ্জ। আর গ্রুপ পর্বে টানা চার জয়ের পর দুইয়ে থেকে সুপার লিগে ওঠা মোহামেডান প্রথম ম্যাচেই পেল হারের স্বাদ।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৯.৪ ওভারে ১১৭/৭ ( আনিসুল ইসলাম ৩৫,তৌফিক খান ১৮, তানভীর ইসলাম ৩/৩৭)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৩.২ ওভারে ৯৪ ( সাইফ ৫৫, সৌম্য ৩৬, নাসুম আহমেদ ১/৩০)
ফল: বৃষ্টি আইনে ৯ উইকেটে জয়ী রূপগঞ্জ