বৃষ্টি বিঘ্নিত সুপার লিগে হার অগ্রণী-গাজী গ্রুপের
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের প্রথম দিনেই বৃষ্টির বাধা। তবে পুরো ম্যাচ না হলেও তিন ম্যাচের কোনো ম্যাচই পরিত্যক্ত হয়নি। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বৃষ্টি আইনে ৪ উইকেটে জয় পেয়েছে গ্রুপ পর্বে সবার শীর্ষে থাকা আবাহনী লিমিটেড। অপর ম্যাচেও বৃষ্টি আইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব।
বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে নেমে ২৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করে অগ্রণী ব্যাংক। অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে অপরাজিত ৪৮ রান। তবে এরপরই শুরু হয় বৃষ্টি। এরপর আর ব্যাটে নামা হয়নি ইমরুলদের। বৃষ্টি আইনে ২২ ওভারে আবাহনী লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৫৭ রান। ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
বিকেএসপির অপর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে বৃষ্টি নামার আগে ২৩.৩ ওভারে ১১০ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাদিকুর রহমান করেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া ৩২ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। অধিনায়ক এনামুল হক বিজয় রান আউট হয়েছেন মাত্র ১ রানে। এরপর বৃষ্টির কারণে আর ব্যাটে নামা হয়নি গাজী গ্রুপের। বৃষ্টি আইনে ২২ ওভারে গুলশানের লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৫৬ রানের জুটি গড়েন দুই ওপেনার আলিফ হাসান ইমন ও মেহেদি হাসান। এরপর নাইম ইসলামের ৩৩ বলে ঝড়ো ৫৬ রানের ম্যাচসেরা ইনিংসে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় গুলশান।