পিএসএলে রিশাদের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে যা বললো বিসিবি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:২৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৫

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বাদে বিদেশি লিগগুলোতে বাংলাদেশের কোনো ক্রিকেটারই নিয়মিত খেলেননি। টি-টোয়েন্টিতে দেশের ক্রিকেটারদের দুর্বলতা এর প্রধান একটি কারণ। তবে কখনো কখনো কোনো ক্রিকেটারের সুযোগ আসলেও এনওসি দেয়নি বিসিবি। তবে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন রিশাদ হোসেন ও লিটন কুমার দাস।

লিটন ইনজুরির কারণে দেশে ফিরে আসলেও পিএসএলে বল হাতে আলো ছড়াচ্ছেন লেগ স্পিনার রিশাদ। প্রথম ম্যাচে বেঞ্চে বসে থাকলেও শেষ দুই ম্যাচে বল হাতে নিয়েছেন ৬ উইকেট। মাথায় উঠছে সর্বোচ্চ উইকেট শিকারির ক্যাপও। প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ২৬ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। লাহোর কালান্দার্সের হয়ে তার এমন পারফরম্যান্সে খুশি বিসিবির বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আজ বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, 'রিশাদের সঙ্গে কাল কথা হয়েছে। ওর খেলায় ও খুব ফোকাসড আছে। ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ভালো খেলেছে এটা ওকে কনফিডেন্স দেবে। দলে ওর জায়গাটা আরেকটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল।'

ফাহিম আরো যোগ করে বলেন, 'সে তরুণ একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না। বাইরে এভাবে খেলার অভিজ্ঞতা ওর নেই। তো আমি আশা করব যে এটাকে ও দারুণভাবে কাজে লাগাবে। যখন ফেরত আসবে আমরা ওকে অন্য এক রিশাদ হিসেবে পাবো এবং পরিণত এক রিশাদকে আমরা হয়তোবা পাবো।’   

তিন ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে রিশাদ হোসেনের দল লাহোর। আর ২ ম্যাচে ৬ ‍উইকেট নিয়ে যৌথভাবে সেরা উইকেট শিকারির তালিকায় দুইয়ে রিশাদ। তার বোলিং এভারেজ মাত্র ৯.৫ যা সেরা উইকেট শিকারিদের তালিকায় সর্বনিম্ন।

 

খেলার দুনিয়া | ফলো করুন :