৫০ থেকে ৫০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচেই দর্শকদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা! ক্রিকেটপ্রেমীরা খুব কম খরচেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবেন টাইগারদের লাল বলের লড়াই।
আগামী ২০ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্টের টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার সকাল ১০টা থেকে। সিলেটের মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখা এবং পরদিন স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাবে টিকিট।
বিসিবির নির্ধারিত টিকিট ক্যাটাগরি অনুযায়ী ৫০ টাকায় পাওয়া যাবে গ্রিন হিল এরিয়া, শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি) এবং ইস্টার্ন গ্যালারির ৩ নম্বর গেটের টিকিট। এছাড়া অন্যান্য স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০, ১৫০, ২৫০ এবং সর্বোচ্চ ৫০০ টাকা।
সিলেটে প্রথম টেস্ট সামনে রেখে দুই দলই পুরোদমে প্রস্তুত। জিম্বাবুয়ে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছে পরদিন চলে গেছে সিলেটে। টাইগাররাও ১৩ এপ্রিল থেকে অনুশীলন শুরু করেছে। ২০২১ সালে হারারেতে শেষ টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছিল বাংলাদেশ।
বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড : ৫০০ টাকা
ক্লাব হাউজ : ২৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ১০০ টাকা
গ্রিন হিল এরিয়া : ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) : ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট) : ১৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি) : ৫০ টাকা