বিশ্বকাপে খেলতে কী করতে হবে জ্যোতিদের?
এ বছরই শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। যেখানে খেলবে মোট আট দল। ৬ দল ইতোমধ্যেই টিকিট পেয়েছে বিশ্বকাপের। বাকি দুই দল আসবে বাছাইপর্ব খেলে। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেত বাংলাদেশ দল। তবে সে সিরিজ হারে টাইগ্রেসদের খেলতে হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব।
বাছাইপর্বে অংশ নিয়েছে মোট ছয় দল। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হাতে পাবে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। টানা তিন ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল টাইগ্রেসরা। তবে চতুর্থ ম্যাচে এসেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসে নিগার সুলতানা জ্যোতির দল। এ ম্যাচ জিতলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত ছিল টাইগ্রেসদের। তবে হেরে যাওয়ায় বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষা বেড়েছে জ্যোতিদের। অন্যদিকে টানা চার জয়ে ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
অপেক্ষার সঙ্গে জ্যোতিদের নিয়ে আছে কিছু শঙ্কাও। আছে হিসাব-নিকাশের বিষয়গুলোও। প্রতিদলেরই বাকি আছে একটি করে ম্যাচ। নিজেদের শেষ ম্যাচে যদি পাকিস্তানের বিপক্ষে জেতে তাহলে কোনো হিসেব ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আর হেরে গেলে পড়তে হবে রানরেটের মারপ্যাঁচে। সেক্ষেত্রে বিশ্বকাপে উঠতে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।
স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই সমান ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চেয়ে নেট রানরেটেও পিছিয়ে তারা। সে হিসেবে পাকিস্তানের বিপক্ষে হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের। তবে নিজেদের হারের ব্যবধানটা কম রাখতে হবে। অন্যদিকে, প্রত্যাশায় থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড যেন তাদের ম্যাচে কম ব্যবধানে জিতে। এই মুহূর্তে বাংলাদেশের নেট রানরেট +১.০৩৩।
অন্যদিকে, স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচটি খেলবে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই ছিটকে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে স্কটল্যান্ড হেরে গেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই থেকে ছিটকে যাবে। আর রানরেটে বাংলাদেশকে টপতে যেতে অনেক বড় ব্যবধানে জিততে হবে।