ফিলিপসের ছিটকে যাওয়ায় কপাল খুললো শানাকার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:০০ এএম | ১৮ এপ্রিল, ২০২৫

বাংলায় একটা প্রবাদ আছে, ‘কারো পৌষ মাস তো কারো সর্বনাশ’। প্রবাদটার বাস্তবরূপই যেন দেখলো এবারের আইপিএল। চোটের কারণে আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। কিউই এই ক্রিকেটারের ছিটকে যাওয়ায় কপাল খুলেছে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার। ফিলিপসের পরিবর্তে শানাকাকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স।

এমনিতেই বিদেশি ক্রিকেটার সংকটে ভুগছে গুজরাট। এরপর ফিলিপসকে হারানো দলটির জন্য একপ্রকার বড় ধাক্কাই বলা যায়। আগ্রাসী ব্যাটিং, কার্যকরী বোলিং এবং বিশ্বসেরা ফিল্ডার হিসেবে পরিচিতি কিউই এই ক্রিকেটারের। যদিও গুজরাটের দলীয় ভারসম্যের কারণে একাদশে নামার সুযোগ হয়নি। বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমে ইনজুরিতে পড়েছিলেন তিনি। আর তাতেই শেষ হয়ে গেছে তার আইপিএলের এবারের আসর।

ফিলিপস স্পিন অলরাউন্ডার হলেও, শানাকা মিডিয়াম পেস অলরাউন্ডার। ব্যাটিংয়ে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা শ্রীলঙ্কান এই ক্রিকেটার আইপিএলে খেলেছেন মাত্র তিন ম্যাচ। ২০২৩ সালে গুজরাটের হয়ে খেলা সেই তিন ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ২৬ রান। আর বোলিংয়ে সুযোগ পাননি।

শানাকার সামনে সুযোগ আছে আইপিএলেও তার সক্ষমতা দেখানোর। নিলামে দল না পাওয়া ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারকে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট।

বিদেশি ক্রিকেটারের স্বল্পতা থাকলেও আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছে গুজরাট। ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে ২০২২ আসরের চ্যাম্পিয়ন দলটি।

 

খেলার দুনিয়া | ফলো করুন :