২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন মেসি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৫৫ এএম | ১৮ এপ্রিল, ২০২৫

তার সময়ের তো বটেই, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন লিওনেল মেসি। ব্যক্তিগত কিংবা দলীয়, ফুটবলে যত পুরস্কার জেতা সম্ভব সবকিছুই জিতেছেন তিনি। অধরা বিশ্বকাপেও চুমু খেয়েছেন সর্বশেষ আসরে। তাই ফুটবল থেকে মেসির আর কিছু পাওয়ার নেই। বয়সটাও শেষের দিকে। নিজের বুটজোড়া তুলে রাখার আগে আর একবার কি বিশ্বকাপের মঞ্চে নামবেন এই ফুটবল জাদুকর?

মেসি আবার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে নামবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। তাছাড়া আগের মত শরীরের অবস্থাও ততটা ভালো নয়। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। ইন্টার মায়ামির হয়েও খেলছেন বিশ্রাম নিয়ে নিয়ে। তাই ২০২৬ বিশ্বকাপে তাকে দেখা যাবে কিনা এটা নিয়ে কৌতুহল পুরো ফুটবল বিশ্বজুড়েই।

মেসি পরবর্তী বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। মেসি খেলবেন কিনা সে সিদ্ধান্ত পুরোপুরি তার উপরই ছেড়ে দিয়েছেন তিনি। তবে অবশেষে ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুলেছেন মেসি নিজেই।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘২০২৬ বিশ্বকাপ নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এ বছরটা গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই আমি বিশ্বকাপ এবং সেখানে থাকা নিয়ে ভাবছি। আমি কোনো লক্ষ্যস্থির করতে চাইনা। কিন্তু আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেখানে আমি থাকতে পারব কি না, এ বিষয়ে আমার নিজের সঙ্গে আমাকে সৎ থাকতে হবে।'

নিজের ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে স্বপ্নের বিশ্বকাপ জিতেছেন। তবে এর আগেও একবার খুব কাছে গিয়েও স্বপ্ন ভেঙেছিল তার। জার্মানির কাছে ফাইনালে ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেই হার নিয়ে মেসি বলেন, ‘২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় হয়েছে। দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার এখন বিশ্বকাপ আছে।’

মেসি পরবর্তী বিশ্বকাপে খেলবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে বিশ্বব্যাপী তার কোটি ফুটবল ভক্তরা অপেক্ষায় থাকবে শেষবার বিশ্বকাপের মঞ্চে তাকে দেখার জন্য। তার ভক্তরা অপেক্ষা করবে জীবনের শেষ বিশ্বকাপে যেন আবারও শিরোপায় চুমু খেতে পারেন তাদের ভালোবাসার মেসি।

খেলার দুনিয়া | ফলো করুন :