এগিয়ে এসেছে বিটিভি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:১৪ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

বিশ্ব ক্রিকেটে যেখানে প্রতিটি সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে থাকে তুমুল আগ্রহ, সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ নিয়ে দেখা দিয়েছিল সম্পূর্ণ বিপরীত চিত্র। নির্ধারিত সময়সীমা পেরিয়েও কোনো সম্প্রচারকারী আগ্রহ দেখায়নি। এমন অনিশ্চয়তার মধ্যে শেষ মুহূর্তে এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন-বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিটিভি জানায়, তারা সিরিজের দুটি টেস্ট ম্যাচই সরাসরি সম্প্রচার করবে। আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হওয়া প্রথম টেস্ট এবং ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট সরাসরি দেখা যাবে বিটিভিতে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ১৯ মার্চ এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করেছিল সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য। কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত কেউ আগ্রহ প্রকাশ না করায় বিসিবি পড়ে যায় বিপাকে। শেষ পর্যন্ত সমাধানে এগিয়ে আসে বিটিভি।

গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই শেষ হয় গাজী টিভি ও টি স্পোর্টসের সঙ্গে বিসিবির সম্প্রচার চুক্তি। এরপর থেকে নতুন সম্প্রচার সঙ্গী খুঁজে পায়নি বোর্ড।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা! ক্রিকেটপ্রেমীরা খুব কম খরচেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবেন টাইগারদের লাল বলের লড়াই।

আগামী ২০ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্টের টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার সকাল ১০টা থেকে। সিলেটের মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখা এবং পরদিন স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাবে টিকিট।

বিসিবির নির্ধারিত টিকিট ক্যাটাগরি অনুযায়ী ৫০ টাকায় পাওয়া যাবে গ্রিন হিল এরিয়া, শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি) এবং ইস্টার্ন গ্যালারির ৩ নম্বর গেটের টিকিট। এছাড়া অন্যান্য স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০, ১৫০, ২৫০ এবং সর্বোচ্চ ৫০০ টাকা।

খেলার দুনিয়া | ফলো করুন :