ফের নিষিদ্ধ হলেন জহির

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:২০ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

স্প্রিন্ট ট্র্যাকে তিনি দুর্দান্ত। তবে একটা জায়গায় এসে আটকে যাচ্ছেন দেশের নামকরা অ্যাথলেট জহির রায়হান। বারবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আসছে তার বিরুদ্ধে। যে কারণে আবারো নতুন করে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। তাতে ২০২১ সালে পর আবারো একই অভিযোগের কারণে ছয় মাসের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জহির।

আজ শুক্রবার জহির রায়হানকে অ্যাথলেটিকসের সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। জানা গেছে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপের পর সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘বিদায়ই আমাদের ভাগ্য, কারণ আমাদের জন্য অনুশীলনের পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না। নিজের গাঁটের পয়সা খরচ করে অনুশীলন করেছি। এভাবে কি পদক জয়ের স্বপ্ন দেখা যায়?’ এমন মন্তব্যের পর তার উপর ক্ষেপেছে অ্যাথলেটিকস ফেডারেশন। এছাড়া ঈদের ছুটির পর ফেডারেশনের অনুমতি না নিয়ে বিকেএসপিতে অনুশীলন, ফেডারেশন জানতে চাইলেও সেখানে কার অধীনে অনুশীলন করছেন, তা না জানানো—এসবকেও শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে অ্যাথলেটিকস ফেডারেশন।

এই নিষেধাজ্ঞা অবশ্য মানতে পারছেন না জহির। তার দাবি তিনি সত্য কথাটাই বলেছেন। তিনি জানান,‘ একা অনুশীলন করে কী শৃঙ্খলা ভাঙলাম! আমি তো কিছু গোপন করিনি। ক্যাম্প ছেড়ে কোথাও ঘুরে বেড়াইনি। আর ওয়ার্ল্ড ইনডোরের আগেও আমি একা অনেক দিন অনুশীলন করেছি। আমাকে অনেক কিছুর সঙ্গে লড়াই করে কষ্ট করে প্রস্তুতি নিতে হয়েছে। সেই কষ্ট সংগ্রামের কথা মিডিয়ায় বলেছি। যা বলেছি সত্যি বলেছি। সত্যি বলাই কি আমার অপরাধ।’

উল্লেখ্য ২০২১ সালের ডিসেম্বরেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জহিরকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল অ্যাথলেটিকস ফেডারেশন। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এবারও সেই একই পথে হাঁটবেন বলে জানান জহির।।

খেলার দুনিয়া | ফলো করুন :