জয় ছাড়া আর কিছু ভাবছেন না টাইগার কোচ

  • ফরহাদ শাকিব
  • ০৪:৩৩ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

আর দুই দিন পর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর তার আগেই আজ শুক্রবার বয়সের কোটা ৬২ পূর্ণ করলেন সদ্য টাইগারদের প্রধান কোচের দায়িত্ব নেওয়া ফিল সিমন্স। আজ সিরিজের আগে সিলেটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা ফাঁকে উঠে আসে জন্মদিনের উপহারের প্রসঙ্গ। সেখানে প্রত্যাশিত উত্তরটিই এলো তার কাছ থেকে, উপহার হিসেবে জয় পেলেই খুশি হবে বলে জানালেন সিমন্স।

সংবাদ সম্মেলনে আজ শুক্রবার বাংলাদেশ দলের খেলোয়াড়েরা এখন সিমন্সকে যদি জন্মদিনের উপহার দিতেই চান, তাহলে সেটা কী হলে ভালো হয় এমন প্রশ্নের উত্তরে সিমন্স জানান, আমি এখন উপহার পাওয়ার বয়সে নেই। তবে তারা যদি উপহার দিতে চায়, প্রথম ম্যাচটি জিতলেই হবে (হাসি)। আমার এটুকুতেই হবে।’

ঘরের মাঠে বাংলাদেশের জয় নিয়ে তিনি জানান,‘ আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে।’

সবশেষ গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার প্রায় চার মাস পর সপ্তাহখানেক অনুশীলন শেষে আবার সাদাপোশাকের ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। তাতে নিজেদের প্রস্ততি নিয়ে সিমন্সের দাবি,‘ প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।’

 

খেলার দুনিয়া | ফলো করুন :