রোহিতকে রাস্তা দেখিয়ে দিলেন শেবাগ
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মার ব্যাটে রান নেই অনেকদিন থেকেই। যার কারণে তাকে মুখোমুখি হতে হয়েছে কড়া সমালোচনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিকে রান পাননি। তবে ফাইনালে তার ম্যাচসেরা ইনিংসে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভালো করার পর প্রত্যাশা ব্যাটিংয়ে ফর্মে ফিরবেন রোহিত। তবে কিছুতেই কিছু হচ্ছে না। চলতি আইপিএলে ব্যাট হাতে মুম্বাইয়ের হয়ে কিছু করতে পারছেন না দলটিকে পাঁচবার শিরোপা জেতানো রোহিত। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে ৬ ম্যাচে করেছেন মাত্র ৮৪ রান। তাই আবারও শুরু হয়েছে তাকে নিয়ে সমালোচনা। রোহিতের এমন পারফরম্যান্স দেখে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ তো বলেই দিয়েছেন, রোহিতের অবসর নেওয়ার সময় হয়ে গেছে।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘রোহিতের অবসরের সময় হয়ে গেছে এবং এর আগে তার এমন কিছু দেওয়া উচিত ভক্তদের, যা মনে রাখার মতো হয়-এমন কিছু যা মানুষকে ভাবায়, ‘ওকে এখন বাদ দিচ্ছে না কেন?’
এরপরই রোহিতের পরিসংখ্যান তুলে ধরে শেবাগ বলেন, ‘যদি আপনি গত ১০ বছরে রোহিতের আইপিএলের পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন ও মাত্র একবারই ৪০০ রানের বেশি করেছে। অর্থাৎ ও সেই ধরনের খেলোয়াড় না যে ভাবে তাকে ৫০০ বা ৭০০ রান করতেই হবে। যখন সে নিজে পারফর্ম করছে না, তখন ওর নিজের লিগ্যাসিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
রোহিতের মত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সও বাজে সময় পার করছে। যদিও শেষ দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে কিছুটা এগিয়ে এসেছে তারা। ৭ ম্যাচে ৩ জয়ে টেবিলের সাতে হার্দিক পান্ডিয়ার দল।