নাহিদ রানাকে থামানোর অস্ত্র আছে জিম্বাবুয়ের!

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৫২ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতি ! সেই সঙ্গে রয়েছে বাউন্সারও। বাংলাদেশের এই পেসারকে মোকাবিলা করতে নাস্তানাবুদ হন প্রতিপক্ষের ব্যাটাররা।। গতিদানব নামে বেশ খ্যাতিও করে ফেলেছেন ইতোমধ্যেই। বলছিলাম টাইগার সেনসেশন নাহিদ রানার কথা। পাকিস্তানে সুপার লিগে খেলতে যাওয়া নাহিদকে জিম্বাবুয়ের সিরিজের জন্য সেখানে পুরো আসরের খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানা মাঠে নামার আগে হুংকার দিয়ে রেখে সফরকারীরাও।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে পেস বোলিংয়ে স্কোয়াডে নাহিদের পাশাপাশি আরো আছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদের মতো পেসারও। এছাড়া দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিম সাকিবও। সব মিলিয়ে কয়েক বছর আগের পেস আক্রমণের সঙ্গে বাংলাদেশের বর্তমান বোলিং আক্রমণের মিলই পাওয়া কঠিন। এ বিষয়ে আজ শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলনে কথা বলেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।

টাইগার পেস বোলারদের নিয়ে শন জানান,‘ আমার মনে হয় তারা এতে বেশ দক্ষ। বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে আমি বছরের পর বছর ধরে উন্নতি করতে দেখেছি। আর এখন তাদের কাছে নির্বাচনের জন্য যে পরিমাণ খেলোয়াড় আছে, তা সত্যিই অবাক করার মতো। আমি সত্যিই তোমাদের দেশ এবং আমাদের দেশের এই উন্নতি দেখে আনন্দ পেয়েছি। আশা করি আমরাও একইভাবে এগোতে শুরু করব।'

নাহিদ রানাকে নিয়ে তিনি জানান,‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত। আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে। এটা দারুণ ব্যাপার হবে। আমাদেরও কিছু তরুণ পেসার আছে। তাদের স্কিলও ভালো।’

টাইগারদের বিপরীতে জিম্বাবুয়েরও রয়েছে অভিজ্ঞ দুই পেসার ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। পাশাপাশি আরো থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। মুজারাবানি, এনগারাভা আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-এর বেশি ম্যাচ খেললেও নুয়াচি, গুয়ান্দু জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন যথাক্রমে ২১ ও ২৩ ম্যাচ।

খেলার দুনিয়া | ফলো করুন :