পাকিস্তানের খুশির খবরে দুঃসংবাদ পেল ভারত

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:০৯ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে হারিয়ে আসরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। আর চলতি বছরে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজন হবে ভারতের মাটিতে। আর সেখানেই বেধেছে বিপত্তি। পাকিস্তান মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ভারত এককভাবে নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে পারছে না। তাতে কপাল পুড়ছে ভারতের।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে এককভাবে হওয়ার কথা ছিল। তবে ভারতের আপত্তিতে সেটা শেষপর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজিত হয়। সেবার নিরাপত্তার অজুহাতে খেলোয়াড়দের পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে নিজেদের সব ম্যাচ দুবাইয়ের মাটিতে খেলে ভারত। সেবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফ জানিয়ে দিয়েছিল আগামীতে ভারতের মাটিতে হওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনো ইভেন্টে অংশগ্রহণ করবে না পাকিস্তান।

সেসময় এই দুই দেশ আইসিসির কোনও প্রতিযোগিতার আয়োজক হলে, প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে এ সিদ্ধান্তে একমত হয়েছিল দুই দেশের বোর্ড । ভারত বা পাকিস্তানের ম্যাচগুলো আয়োজিত হবে নিরপেক্ষ দেশে। এই সমঝোতা অনুযায়ী, পাকিস্তানের মহিলা দলের ভারতে বিশ্বকাপ খেলতে আসার সম্ভাবনা কম।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে,‘ দু’দেশের সমঝোতা অনুযায়ী, আগামী নারী ওয়ানডে বিশ্বকাপ সম্ভবত হাইব্রিড মডেলে হবে। পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। যদিও আইসিসি বা বিসিসিআই এ ব্যাপারে এখনও কিছু জানায়নি। আর পিসিবিও ফাতিমা সানাদের ভারতে না পাঠানো নিয়ে কোনও মন্তব্য করেনি।

২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এছাড়া কোনও বহুদলীয় আসরেও পাকিস্তানে দল পাঠায় না বিসিসিআই। আর পিসিবি হেঁটেছে সে পথে। যে কারণে গত এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে হাইব্রিড মডেলে। যদিও ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল।

 

খেলার দুনিয়া | ফলো করুন :