আইপিএলে নজরদারিতে ক্রিকেটারদের ব্যাট
২২ গজে যেন সব ব্যাটার সমান সুবিধা পান সেজন্য একটি অভাবনীয় উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর থেকে ব্যাটারদের ব্যাট পরিমাপ করে দেখবে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে সব ব্যাটারের একই ধরনের ব্যাট ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিসিসিআই। অবশ্য অনেকে আবার বেকায়দায় পড়ছেন কর্তৃপক্ষের নতুন এই সিদ্ধান্তে।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা ক্রিকেটারেরা মোটা ব্যাট ব্যবহার করেন। কারণ মোটা ব্যাট ছোঁয়ালেই বল দ্রুত গতিতে বাউন্ডারি লাইনে পৌঁছয়। কম সময়ের মধ্যে বেশি রান করার জন্যই এ ধরনের ব্যাটের জনপ্রিয়তা বাড়ছে। ব্যাট প্রস্তুতকারক কোম্পানিগুলো অনেক সময় বেশি মোটা ব্যাট তৈরি করে ফেলে। যা বৈধতার মাপকাঠি ছাড়িয়ে যায়। অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট মাপা হয় না। সেখানে এ ধরনের ব্যাট দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। তবে আইপিএলে এ বার থেকে মাঠের মধ্যেই মেপে নেওয়া হচ্ছে ব্যাট । যেখানে ব্যবহার করা হচ্ছে ব্যাট-গেজ নামে একটি পরিমাপন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। যেখানে ব্যাটের নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে।
এ বিষয়ে আইপিএল চেয়ারম্যান জানান,‘হ্যাঁ, আমরা এ পদক্ষেপ নিয়েছি যেন কারোরই মনে না হয় যে কেউ অযৌক্তিক সুবিধা পাচ্ছে। ক্রিকেটীয় চেতনা ও খেলার ন্যায্যতা বজায় রাখতে বিসিসিআই ও আইপিএল সব সময় এ ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা সবচেয়ে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করছি যেন সব সিদ্ধান্ত পর্যালোচনা করা যায় এবং ম্যাচগুলো অন্যায্যভাবে প্রভাবিত না হয়।
অবশ্য এর আগে ২০১৮ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ নিয়ম চালু করেছিল। তখন তারা ঘরোয়া ক্রিকেটের নিয়মে এমসিসির আইন ‘৫’ অনুযায়ী ব্যাটের মাপ নির্ধারণ করে ব্যাট পরীক্ষা বাধ্যতামূলক করে। সে নিয়মই এখন আইপিএলে প্লেয়িং কন্ডিশনের অংশ। যেখানে ব্যাটগেজ দিয়ে ব্যাটের প্রস্থ মাপা হয়। যদি ব্যাটটি গেজের ভেতর দিয়ে প্রবেশ করানো যায়, তাহলে বুঝতে হবে ব্যাটের আকার ঠিক আছে। অন্যথায় ব্যাটটি অবৈধ হতে পারে। অবশ্যনতুন নিয়মে বেশ অস্বস্তিতে পড়েছেন বিদেশি খেলোয়াড়রা। কারণ তাদের ব্যাটগুলো বাইরের কোম্পানি তৈরি করে থাকে। যে কারণে মাঠে আম্পায়াররা ব্যাট পরীক্ষা করার সময় বাদ পড়লে তখন নতুন ব্যাট আনা নিয়ে বিড়ম্বনা পোহাতে হবে তাদের।