৬৪ দেশের বিশ্বকাপের সম্ভাবনা নাকচ করলেন কনকাকাফ প্রধান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:০৯ এএম | ১৯ এপ্রিল, ২০২৫

৬৪ দেশ নিয়ে ফিফা বিশ্বকাপের শতবর্ষী আসর আয়োজনের প্রস্তাব দিয়েছিল উরুগুয়ে। সেবার তার প্রস্তাবে সাড়া না দিলেও মৌনতা অবলম্বন করে একপ্রকার সায় দিয়েছিল ফিফা কর্তৃপক্ষও। তবে সেই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছিলেন উয়েফা প্রধান। এবার সেই পথে হাঁটলেন উত্তর আমেরিকা ফুটবল ফেডারেশন কনকাকাফ প্রধান ভিক্টর মন্টাগলিয়ানি।

চলতি বছরের ৬ই মার্চ ফিফার ভার্চুয়াল বৈঠকে ৬৪টি দেশকে নিয়ে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব প্রথম দিয়েছিলেন উরুগুয়ের এক প্রতিনিধি। এরপর দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডোমিংয়েজও সেই প্রস্তাবে সুর মিলান। তারপর থেকেই শুরু হয় জল্পনা। যদিও ফিফা এ ব্যাপারে কিছু জানায়নি। ডোমিংয়েজেরর সেই প্রস্তাব বাস্তবায়িত হবে বলে মনে করেন না মন্টাগলিয়ানি।

কনকাকাফ সভাপতি জানান,‘পুরুষদের ফুটবল বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করা হবে বলে বিশ্বাস হয় না। ফুটবলের জন্যও বিষয়টা ভাল হবে না। জাতীয় দল, ক্লাব ফুটবল বা ফুটবলারদের জন্যও এটা ঠিক হবে না। ২০২৬ সালের বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। তার চার বছর পরই দেশের সংখ্যা বাড়িয়ে ৬৪ করলে বিশ্বকাপের মান বজায় রাখা কঠিন হবে বলেও মনে করেন তিনি।

তিনি আরো জানান,‘৪৮ দলের বিশ্বকাপই এখনও হয়নি। দল বৃদ্ধির পর কেমন বিশ্বকাপ হচ্ছে, তা না বুঝেই দলের সংখ্যা আরও বৃদ্ধি হবে বলে মনে হয় না। ব্যক্তিগত ভাবে আমার মত নেই। ২০৩০ সালেও ৪৮টি দেশকে বিশ্বকাপ আয়োজনের পক্ষে আমি।’

এদিকে ৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে সরব হয়েছেন এএফসি প্রধান শেখ সালমন বিন ইব্রাহিম আল খলিফা। তিনি জানান,‘ এভাবে দেশের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি করলে এর পর ১৩২টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের দাবি উঠবে একসময়।’

খেলার দুনিয়া | ফলো করুন :