পিএসএল সর্বোচ্চ উইকেটের মাইলফলক গড়লেন হাসান

  • ফরহাদ শাকিব
  • ১১:২৬ এএম | ১৯ এপ্রিল, ২০২৫

৮৪ ইনিংস খেলে ১১৬ ব্যাটারকে ফিরিয়েছেন সাজঘরে। এমনটাই ছিল পাকিস্তানি বোলার হাসান আলির পিএসএল যাত্রা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে খেলছেন করাচি কিংসের হয়ে। যেখানে গতকাল পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারির তকমাটা নিজের করে নিয়েছেন তিনি।

পাকিস্তান জাতীয় দলে তরুণদের ভিড়ে জায়গা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে ৩০ বছর বয়সী হাসান আলির। তাতে গেল বছরের মে মাসে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ টি টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ হয়েছিল তার। তবে তিনি যে এখনো ফুরিয়ে যান নি সেটা আবারো প্রমাণ করলেন পিএসএলে। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নিয়ে পেছনে ফেলেন এতোদিন পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারি স্বদেশি ওয়াহাব রিয়াজকে। যেখানেও বেশ দ্রুত তাড়া করেছেন সেই রেকর্ড।

ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ওয়াহাব যেখানে ৮৭ ইনিংসে ১১৩ উইকেট শিকার করেছিলেন সেখানে ১১৬ উইকেট শিকারের এই রেকর্ড গড়তে ৮৪টি ইনিংস খেলেছেন হাসান। এই তালিকায় আছেন যথাক্রমে শাহিন আফ্রিদি (৭৪ ম্যাচে ১০৮ উইকেট), শাদাব খান (৮৬ ম্যাচে ৯৭ উইকেট) ও ফাহিম আশরাফ (৭৩ ম্যাচে ৭৯ উইকেট)।

পিএসএলে চলতি আসরে দারুণ ছন্দে আছেন হাসান আলি। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৮.২৫ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছেন তিনি। যেখানে তার চেয়ে একটি বেশি উইকেট নিয়ে শীর্ষে আছেন জেসন হোল্ডার। দুইয়ে আছেন হাসান। ৩০ বছর বয়সী এই পেসারের ফর্মের বদৌলতে তার দল করাচি কিংসও তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে তিনে আছে দলটি।

 

খেলার দুনিয়া | ফলো করুন :