দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন পাতিদার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৪৪ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫

আইপিএলে দুর্দান্ত এক মাইলফলক অর্জন করেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক রাজত পাতিদার। সেখানে মাত্র ৩০ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেছেন তিনি। গতকাল শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আরসিবি অধিনায়ক এই কীর্তি গড়েছেন আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে শুক্রবারের ম্যাচ। রেকর্ড গড়ার মধ্য দিয়ে এই মাইলফলকে পৌঁছানো ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হলেন পাতিদার। যেখানে গুজরাট টাইটান্সের সাই সুদর্শন ২৫ ইনিংসে হাজার রান করে এই রেকর্ডের শীর্ষে আছেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকালকের ম্যাচে হেরেছে আরসিবি। তবে হারার ম্যাচেই রেকর্ড গড়ে স্টাইলিশ ডানহাতি ব্যাটার পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং ঋতুরাজ গায়কোয়াডকে। আইপিএলে এই দুজন খেলোয়াড় ৩১ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন।আর মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বর্মা খুব কাছাকাছি, ৩৩ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন।

হাজার রানের এই রেকর্ড গড়ার পথে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ৩৫ এর বেশি গড় আর ১৫০ রানের ওপরে স্ট্রাইক রেটের রেকর্ডও করেছেন পাতিদার। এই অসাধারণ পারফরম্যান্স তার ধারাবাহিকতা এবং প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে। বিশেষ করে চাপের মুহূর্তে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে বর্তমান টি টোয়েন্টি ফরম্যাটের অন্যতম প্রতিশ্রুতিশীল ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অবশ্য ব্যক্তিগতভাবে রানের মাইলফলক অর্জন করলেও গতকাল নিজেদের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় ব্যবধানে হেরেছে তার দল। ১৪ ওভারের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৯৫ রান সংগ্রহ করলে পাঞ্জাব সেটা মাত্র ১২ ওভারেই তাড়া করতে সক্ষম হয়। তাতে হার দিয়ে মাঠ ছাড়ে আরসিবি।

খেলার দুনিয়া | ফলো করুন :