১৭৮ রানে বাংলাদেশকে আটকে দিল পাকিস্তান

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:২১ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আজ শনিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আর বাঁচা মরার এই ম্যাচেও সুবিধে করতে পারছে না নিগার সুলতানা জ্যোতিরা। একের পর এক উইকেট পতনে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে বাংলাদেশ দল। দারুণ ফর্মে থাকা পাকিস্তানের সামনে মামুলি এই সংগ্রহের কারণে বিশ্বকাপের মূলপর্বে খেলা সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বাংলাদেশের।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে মেয়েরা। দলীয় সংগ্রহ ১০ রানেই হারায় প্রথম উইকেট। ২ ওভারের শুরুতে রানের খাতা খোলার আগেই আউট হন ফারজানা হক। চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ফেরেন ১ রান করে। তবে রানের পালে হাওয়া দেন রিতু মনি। ৭৬ বলে ৫ চার দিয়ে ৪৮ রানের ইনিংস খেললে স্বপ্ন দেখতে শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা।

অপরপ্রান্তে লড়তে থাকা ফাহিম খাতুনকে সঙ্গে নিয়ে বোঝাপড়া চালিয়ে গেলেও ৩৮ ওভারে নাশারা সান্দুর বলে আউট হয়ে মাঠ ছাড়েন রিতু। তার বিদায়ের পরে চাপে পড়েও ভালো খেলতে থাকেন ফাহিমা। ৪টি চারে ৫৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপরে সাজঘরে ফেরার ব্যস্ততা বাড়লে রানের গতি হারায়। গত ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত ইনিংস খেলা রাবেয়া খাতুনের ব্যাট অবশ্য আজকে হাসেনি। তাতে ১৭৮ রানের মাঝারি পুঁজি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের হয়ে বল হাতে ৩ উইকেট তুলে নেন ফাহিম সানা।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের মধ্যে পাকিস্তান আগেই মূলপর্ব নিশ্চিত করেছে। যে কারণে এখন মূল লড়াইটা ওয়েস্ট ই্ন্ডিজ আর বাংলাদেশের । তবে সেখানে স্বস্তিতে আছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান দুইয়ে, ৪ ম্যাচে ৬ পয়েন্ট। আর ছয় দলের মধ্যে পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৪ ম্যাচে ৪। পাশাপাশি আরেকটি জায়গায়ও এগিয়ে। নিগারদের রান রেট +১.০৩৩, যেখানে ক্যারিবীয় মেয়েদের –০.২৮৩। যে কারণে আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলেও একটি সমীকরণ জ্যোতিদের নিয়ে যেতে পারে মূলপর্বে।

স্বাগতিক পাকিস্তানের কাছে হারলে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচের দিকে তাকাতে হবে।। ওই ম্যাচটিতে যদি চমক দেখিয়ে থাইল্যান্ড জিতলে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নষ্ট হবে, এগিয়ে থাকবে বাংলাদেশই। তবে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে হারার পর ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডকে হারায়, তাহলে সে ক্ষেত্রে নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের চেয়ে রান রেটে বেশ পিছিয়ে, এখন শেষ দিনে বাংলাদেশকে টপকে যেতে হলে পয়েন্ট সমান করার পর জয়ের ব্যবধানও বড় রাখতে হবে।

খেলার দুনিয়া | ফলো করুন :