ক্রিকেট এবং রাজনীতির পার্টনারশিপ

ক্রিকেট এবং রাজনীতির পার্টনারশিপ

সাকিব আল হাসানের নমিনেশন পাওয়া এই মুহূর্তে বাংলাদেশের টক অব দ্যা কান্ট্রি। কোনো গুঞ্জন কিংবা কান কথা নয়। সাকিবকে নৌকার মাঝি করা হয়েছে তার জন্মস্থান মাগুরা-১ আসন থেকে। যদিও সাকিব মনোনয়ন পত্র কিনেছিলেন মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা দশ আসন থেকে।

আরো পাঁচ বছর আগেই নির্বাচন করে দেশের রাজনীতিতে মাইলফলক হয়ে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। গড়েছেন বিশ্বরেকর্ডও। সাংসদ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা, অধিনায়কত্ব করা, বিশ্বকাপ খেলা কিংবা অধিনায়কত্ব করা একমাত্র ক্রিকেটার তিনিই। গত বারের মতো এবারও নৌকার মাঝি হয়েছেন নড়াইল-২ আসন থেকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নৌকা প্রতীকে নির্বাচন করবেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে। এর আগেও এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত সাংসদ বিসিবি প্রেসিডেন্ট। বর্তমান সাংসদও তিনি। ২০০৯ সালে তার বাবা জিল্লুর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর উপ নির্বাচন দিয়ে সংসদে আসা। এরপর নির্বাচন করেছিলেন ২০১৪ এবং ২০১৮ এর জাতীয় নির্বাচনেও।

অন্যদিকে মৌলভীবাজার-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিসিবির এই পরিচালক আছেন উইমেনস উইং কমিটির চেয়ারম্যানের দায়িত্বে। এছাড়াও রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তবে কপাল পুড়েছে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের। ২০১৪ এবং ২০১৮ তে মানিকগঞ্জ-১ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুর্জয়। এবার এবার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তাকে মনোনীত করা হয়নি।

সম্পর্কিত খবর