নাহিদের গতি নিয়ে জিম্বাবুয়েকে সতর্ক করলেন শান্ত
আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে যতজন গতির পেসার আছেন নাহিদ রানা তাদের মধ্যে অন্যতম। নিয়মিত ১৪০ এর উপরে বল করতে পারেন। অনেক আগে থেকেই তিনি বেশ গতিতে বল করতে পারতেন। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে বলের লাইন-লেন্থের উপরও এনেছেন নিয়ন্ত্রণ। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ পেস আক্রমণের ধার অনেকটাই বাড়িয়েছেন এই পেসার।
নাহিদ যে কোনো সময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তার গতি ও বাউন্সার দিয়ে। তার বোলিং প্রশংসা কুড়িয়েছে বিশ্বক্রিকেটে সাবেক কিংবদন্তিদেরও। তার প্রতি বিশেষ যত্ন নিয়ে বিশ্বের অন্যতম সেরা বোলারে পরিণত হওয়ার সক্ষমতা আছে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন অনেকে। কাল জিম্বাবুয়ের বিপক্ষে তাই তাকে নিয়ে বাড়তি প্রত্যাশা রাখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নাহিদকে নিয়ে চিন্তায় আছে জিম্বাবুয়ে দলও। তাই গতকাল জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস জানান, নাহিদকে মোকাবেলা করতে মেশিনে এর থেকেও বেশি গতির বল অনুশীলন করেছেন তারা।
উইলিয়ামসের কথার প্রসঙ্গ ধরে আজ কথা বলেছেন শান্ত। টাইগার অধিনায়ক অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন ২২ বছর বয়সী পেসারকে। শান্ত বলেন, ‘কাল ম্যাচে নাহিদ যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে, তাদের শরীরী ভাষা দেখলেই আপনি বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে বল করে এবং সে কতটা অসাধারণ।’
এখনো পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৬ টেস্টে মাঠে নেমেছেন নাহিদ। নিয়েছেন ২০ উইকেট। শান্ত জানিয়েছেন, নাহিদের কাছে তার চাওয়া ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি জোরে বোলিং করা।