বিসিবিতে দুদকের অভিযান নিয়ে যা বললেন ফারুক

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:২৭ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ( বিসিবি) অনিয়মের অভিযোগে গত সপ্তাহে অভিযান চালিয়েছিল দেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দুদেকের তিন সদস্যের একটি দল হঠাৎ এস উপস্থিত হয় বিসিবির প্রধান কার্যালয়ে। সেই ঘটনার পর কোনো উচ্চবাক্য শোনা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। শেষপর্যন্ত আজ শনিবার সেই নীরবতা ভাঙ্গল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থার।

মিরপুরে আজ শনিবার দুদকের সেই অভিযান নিয়ে গণমাধ্যমকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘যেদিন দুদক বিসিবিতে অভিযান চালায়, সেদিনই আমি দেশে ফিরি। মনে হয়েছে, তারা নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছে। বোর্ড হিসেবে আমরা পূর্ণ সহযোগিতা করব। দুদকের যে-সব নথি চাওয়া হয়েছে, সিইও তা নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে।’

এসময় ততিনি আরো জানান,‘ তদন্তে কিছু বেরিয়ে এলে আমরা সেটিকে ধামাচাপা দেব না। বরং কঠোর ব্যবস্থা নেব। আমি সিইওকে বলেছি, যেকোনো তথ্য তদন্ত কর্মকর্তারা চাইলে যেন সঙ্গে সঙ্গে দেওয়া হয়। সত্যি কিছু পাওয়া গেলে শাস্তির ব্যাপারে আমরা দ্বিধা করব না ‘

উল্লেখ্য গত মঙ্গলবার অভিযান চালানোর সময় দুদকের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেছিলেন, ‘দুদকের প্রধান কার্যালয়ের থেকে আমরা অভিযান পরিচালনার জন্য এখানে এসেছি। অভিযোগটির মূল বিষয় ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ক্রিকেট লীগের বাছাইপ্রক্রিয়ায় দুর্নীতি। অবৈধ অর্থসহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকে মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি।’

 

খেলার দুনিয়া | ফলো করুন :