আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যা বললেন কোহলি
২০০৮ সালের কথা। বিরাট কোহলি তখন খেলতেন অনূর্ধ্ব-১৯ দলে। সেই সময়ই তার সামনে সুযোগ আছে আইপিএলে খেলার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ভিড়ায় তাকে। সেই থেকে এই একটা দলেই খেলছেন তিনি। কোহলি ই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের সবগুলো আসর খেলেছেন একটি দলের হয়ে।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। সেখান থেকে গড়েছেন অসংখ্য রেকর্ড। তবে এখনও ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। তবে সেই প্রথম ম্যাচের কথা এখনো মনে আছে বিরাটের। উদ্বোধনী অনুষ্ঠানের সেই সব স্মৃতি নিয়ে কথা বলেছেন স্টার স্পোর্টসে।
আইপিএলের প্রথম উদ্ধোধনী অনুষ্ঠান নিয়ে কোহলি বলেন, ‘কত টাকায় আমাকে আরসিবি নিয়েছিল মনে পড়ছে না। কিন্তু নিলাম থেকে দল পাওয়ার পরে সতীর্থদের সঙ্গে উৎসব শুরু করি। রবীন্দ্র জাদেজা, মণীশ পাণ্ডেও ছিল আমার সঙ্গে। তখন সত্যি জানতাম না ভারতীয় ক্রিকেটে কী হতে চলেছে।’
সেই অনুষ্ঠান নিয়ে কোহলি আরও বলেন, ‘এর আগে কখনও এত জাঁকজমক অনুষ্ঠান ক্রিকেট মাঠে দেখিনি। উদ্বোধনী অনুষ্ঠান দেখে মনে হয়েছিল, বড় কিছু ঘটতে চলেছে। প্রত্যেকটি দলের অধিনায়কেরা উপস্থিত ছিল। সচিন পাজি, দাদা, ধোনি ভাই কে নেই সেই অনুষ্ঠানে। তখন ভাবিনি এই প্রতিযোগিতা এত বছর টানা চলবে।’
সে ম্যাচে অবশ্য এক রান করে আউট হয়ে গিয়েছিলেন কোহলি।