বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ, জিতেও বাদ ওয়েস্ট ইন্ডিজ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৫৬ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫

ক্রিকেট কখনো কখনো নাটকীয়তাকেও হার মানায়। সেটাও দেখলো আজ ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ খেলতে ১০ ওভারে প্রয়োজন ১৬৭ রান বা ১১ ওভারে করতে হবে ১৭২। এই অসম্ভবকে সম্ভব করতেই আজ মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ১০.৫ বলেই টপকে গিয়েছিল তাদের লক্ষ্য। শেষ দুই বলের প্রথম বলে প্রয়োজন ছিল চারের। আর শেষ বলে প্রয়োজন ছিল ছয়। তবে প্র‌থম বলেই ছয় হয়ে যাওয়ায় জিতেও বিশ্বকাপ খেলা হচ্ছেনা ওয়েস্ট ইন্ডিজের।

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ দল। টানা তিন জয়ে বিশ্বকাপের টিকিট পাওয়া থেকে সামান্য একটু দূরে ছিল নিগার সুলতানা জ্যোতিরা। প্রয়োজন ছিল শেষ দুই ম্যাচে এক হয়। তবে শেষ দুই ম্যাচে হারায় স্বপ্ন থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া পরিণত হয়েছিল শঙ্কায়। তবে সব শঙ্কার কালো মেঘ উড়ে গেছে। বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজ নারী দল ব্যাটিংয়ে বরাবরই বিধ্বংসী। তাই টসে জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল তারা। আগের চার ম্যাচের চারটিতেই হারা থাইল্যান্ড ব্যাট হাতে এদিনও শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৮৫ রান তুলতেই হারায় ৫ উইকেট। তবে এরপর দলের হাল ধরেন নাথাকান ছানথাম। খেলেন ৬৬ রানের দুর্দান্ত ইনিংস। আর তাতেই ৪৬.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৬৬ রান করে থাইল্যান্ডের মেয়েরা।

ওয়েস্ট ইন্ডিজ এ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান ৬। তাই বিবেচনায় আসবে রান রেটের হিসাব। পাকিস্তানের বিপক্ষে হারের আগে বাংলাদেশের রান রেট ছিল +১.০৩৩। তবে বড় ব্যবধানে হারার কারণে তা এখন এসে দাঁড়িয়েছে +০.৬৩৯ তে। ক্যারিবীয় মেয়েদের বর্তমান রান রেট –০.২৮৩।

রান রেটের এত বড় ব্যবধানের কারণে তাদের থাইল্যান্ডের দেওয়া লক্ষ্য টপকে যেতে হতো ১০ কিংবা ১১ ওভারের আগেই। ১০.৫ ওভারে জিতে নিলেও সমীকরণের ম্যাচপ্যাঁচে তাদের খেলা হচ্ছেনা বিশ্বকাপে। তাই এ ম্যাচ জিতলেও সমান পয়েন্ট থাকার পরেও বাদ পরবে তারা। ম্যাচ শেষে বাংলাদেশের রান রেট ০.৬৪ আর ওয়েস্ট ইন্ডিজের ০.৬৩। এই ০.০১ পয়েন্টই বাংলাদেশকে এনে দিলো বিশ্বকাপের টিকিট। নারীদের বিশ্বকাপের এভারের আসর হবে ভারতে। যেখানে বাছাইপর্ব থেকে পাকিস্তানের পর জায়গা করে নিলো বাংলাদেশ। 

খেলার দুনিয়া | ফলো করুন :