টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৫৪ এএম | ২০ এপ্রিল, ২০২৫

বছরের প্রথম টেস্টে টস ভাগ্য বাংলাদেশের পক্ষেই থাকলো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচে বাংলাদেশ নামছে তিন পেসার নিয়ে। নাহিদ রানার পাশাপাশি পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন জাকের আলি অনিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। ওপেনার জাকির হাসানের পরিবর্তে দলে ফিরেছেন সাদমান ইসলাম। 

টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশের বিপক্ষে খুব একটা পিছিয়েও নেই জিম্বাবুয়ে। ১৮ টেস্টে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে তারা জিতেছে ৭ টি। বাকি তিন ম্যাচ ড্র হয়েছে। শেষ দশবারের দেখায় অবশ্য ৭ জয়ই বাংলাদেশের। সর্বশেষ টেস্ট ম্যাচেও ২২০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল টাইগাররা।টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশের বিপক্ষে খুব একটা পিছিয়েও নেই জিম্বাবুয়ে। ১৮ টেস্টে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে তারা জিতেছে ৭ টি। বাকি তিন ম্যাচ ড্র হয়েছে। শেষ দশবারের দেখায় অবশ্য ৭ জয়ই বাংলাদেশের। সর্বশেষ টেস্ট ম্যাচেও ২২০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

 

খেলার দুনিয়া | ফলো করুন :