ভারতে খেলা ও সাকিব-তামিম না থাকায় সুবিধা হবে কিউইদের
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। যেখানে নেই বাংলাদেশ দলের তারকা ক্রিকেটারদের অনেকেই। সাকিব-তামিম ছাড়াও নেই লিটন দাস ও তাসকিন আহমেদ। চোটের কারণে নেই সিলেটের পেসার ইবাদত হোসেনও। যা নিশ্চিতভাবেই কিছুটা হলেও স্বস্তির কারণ নিউজিল্যান্ডের। দলটির কোচ লুক রনকিও মানছেন সেটি। সেই সঙ্গে জানিয়েছেন লম্বা সময় ভারতীয় উইকেটে খেলে এখানে আসায় কিছুটা হলেও সহজ হবে তাদের জন্য।
বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটারদের না থাকা নিয়ে রনকি বলেন, ‘ওরা বাংলাদেশের হয়ে অনেক ক্রিকেট খেলেছে। ওদের না থাকা দর্শকদের জন্য হতাশার। তবে এটা আমাদের জন্য অবশ্যই ভালো। ওরা থাকলে ওদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা নিতে হতো। সেটা নিতে হচ্ছে না বলে আমি খুশি।’
উইকেট নিয়ে বলেন, ‘আমরা যদি নিউজিল্যান্ডের সবুজ উইকেট থেকে সরাসরি বাংলাদেশের উইকেটে আসতাম তবে তা কঠিন হতো। কিন্তু এখানে আমাদের গ্রুপের বেশিরভাগের ক্রিকেটার ভারতে ছিল। তারা বিশ্বকাপে খেলে এখানে এসেছে। সেখানে তারা বিভিন্ন সারফেসে অনুশীলন করছে, ধীরগতির এবং বাঁকানো সারফেসে। তাই আশা করি এই টেস্ট সিরিজের জন্য আমাদের সাহায্য করবে।’
বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে রনকি বলেন, ‘এটা তাদের ঘরের মাঠ। কন্ডিশন খুব ভালো চেনা তাদের। তারা এখানে খুব ভালো খেলে। আমাদের এটি নিশ্চিত করতে হবে যেন তাদের ব্যাটসম্যানরা সহজে রান করতে না পারে এবং বোলারদের উইকেটের জন্য সংগ্রাম করতে হয়।’