শান্ত-মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের
প্রায় চার বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেছিল বাংলাদেশ। তবে ৩০ পেরোতেই ছন্নছাড়া দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনেই ফিরেছেন মাত্র ১ রানের ব্যবধানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক চেষ্টা করছেন বিপর্যয় সামলানোর। প্রথম দিনের প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান।
এদিন বোলিংয়ে শুরুটা খুব একটা খারাপ করেনি জিম্বাবুয়ে। উইকেটের দেখা পেতে পারতো ইনিংসের চতুর্থ ওভারেই। ব্লেসিং মুজারাবানির বল পায়ে লাগে জয়ের। আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় ক্রেগ আরভিনের দল। পরে দেখা যায় আম্পায়ার’স কলে বেঁচে গিয়েছেন বাংলাদেশ ওপেনার। তবে তাতেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ভিক্টর নিয়াউচির বলে দলীয় ৩২ রানে জয় ফিরেছেন ১৪ রান করেই।
জয়ের আগে জাকির হাসানের বদলে খেলতে নামা সাদমানও পরাস্ত হয়েছেন নিয়াউচির বলেই। ব্যক্তিগত ১২ রান করে ফিরেছেন সাজঘরে।
স্বল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। তবে মুমিনুল ও শান্তর ৫২ রানের জুটিতে লাঞ্চ-বিরতির আগে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। মুমিনুল ২১ ও শান্ত অপরাজিত আছেন ৩০ রানে।