বাংলাদেশ ফুটবল দলে আসছেন আরেক বিদেশি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৩৫ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলারদের নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই দেশের ফুটবলে নতুন এক জোয়ার তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নজরে এসেছেন ইংল্যান্ড প্রবাসী তরুণ ফুটবলার কিউবা মিচেল।

সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে দেখতে চায় বাফুফে। এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ১০ জুন অনুষ্ঠেয় ম্যাচে তাকে খেলানোর পরিকল্পনা চলছে। এজন্য কিউবার প্রতিনিধির কাছে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। চিঠিতে স্বাক্ষর করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

কিউবার মা বাংলাদেশি এবং বাবার দিক দিয়ে তার শিকড় জ্যামাইকায়। তবে তিনিই হতে পারেন বাংলাদেশের জার্সিতে সম্ভাবনাময় আরেকজন বিদেশপ্রবাসী প্রতিভা। বর্তমানে তিনি ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ‘প্রিমিয়ার লিগ টু’তে সাতটি ম্যাচ খেলেছেন।

প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ বাফুফের কাছে এখন নতুন কৌশল। কিউবার আগে কানাডা প্রবাসী সামিত সোমের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সামিত বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। ভ্যানকুভার এফসির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৭৮ মিনিট খেলে একটি হলুদ কার্ড দেখেছেন এই মিডফিল্ডার।

বাফুফের পরিকল্পনা- খুব শিগগিরই সমিতের জন্মনিবন্ধন হাতে পাওয়া যাবে। তারপরই শুরু হবে পাসপোর্ট তৈরির কাজ।

খেলার দুনিয়া | ফলো করুন :