জয়ের পরে দুঃসংবাদ পেলো বার্সেলোনা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:০৮ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

লা লিগায় গতকালকের রাতটা অবিশ্বাস্য ছিল বার্সেলোনার জন্য। থাকবে নাই বা কেনো? প্রথম লেগে পিছিয়ে পড়ে দ্বিতীয় লেগে অসাধারণ খেলায় মাতিয়ে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে সেলতা ভিগোকে। তবে ৪-৩ গোলের অসাধারণ এ জয়ের রাতে একটি দুঃসংবাদও পেয়েছে হ্যান্সি ফ্লিকের দলটি। ম্যাচের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।

ম্যাচের ৭৭ মিনিটে যখন সমতায় ফিরল দুই দল,ঠিক তখনই চোট পান লেভা। পরে দেখা যায় চোট পাওয়ার পর বাঁ পায়ের পেছনের ঊরুর পেশি চেপে ধরে লেভানডফস্কি মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। এ চোটের কারণে কোপা-দেল-রেতে বার্সার রিয়ালের সঙ্গে পরবর্তী এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছেন বার্সা কোচ ফ্লিক।

এদিকে স্পেনের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে লেভানডফস্কির চোট হ্যামস্ট্রিংয়ে এবং এর কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। অবশ্য হ্যান্সি ফ্লিক এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেন নি। তিনি জানান,‘ ‘লেভানডভস্কির এমআরআই করানো হবে আগামীকাল। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ৩৬ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ড লেভানডফস্কি। এখনও পর্যন্ত বার্সা হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪০ গোল, যার মধ্যে ১১টি করেছেন চ্যাম্পিয়নস লিগে। যে কারণে মৌসুমের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এসে তাকে হারানো বার্সার জন্য অবশ্যই বড় ধাক্কা।

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :