জিম্বাবুয়ের বিপক্ষেও নাস্তানাবুদ বাংলাদেশ!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:১৫ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

প্রথম সেশনটা ভালোই গিয়েছিল। ৩২ রানে দুই উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটিংয়ে ৮৪ রানে দুই উইকেটে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে এসেই আবারও ছন্দপতন শান্তদের। জিম্বাবুয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। এই সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। সেখানে মাত্র ৭০ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। ১৫৪ রানে ৭ উইকেট হারিয়ে চা-বিরতিতে গেছে টাইগাররা।

বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনটা শুরু হয়েছিল কিছুটা দেরীতে। প্রত্যাশা ছিল দলকে ভালো জায়গায় নিয়ে যাবেন শান্ত ও মুমিনুল। তবে তাদের ৬৬ রানের জুটি ভাঙে ব্যক্তিগত ৪০ রান করে অধিনায়ক শান্তর বিদায়ের পর। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ব্যাট হাতে ব্যর্থ এদিন। করেছেন মাত্র ৪ রান। তবে উইকেটের অপর প্রান্ত থেকে ক্যারিয়ারের ২২ তম অর্ধশতক তুলে নেন মুমিনুল। তবে তিনিও স্থায়ী হতে পারেননি। ওয়েলিংটন মাসাকাদজার বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এই ব্যাটার।

মুমিনুলের বিদায়ের পর প্রত্যাশা ছিল মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি বড় পার্টনারশিপ করে দলকে বিপদ মুক্ত করবেন। তবে মিরাজ পারলেন না। পরের ওভারে ব্লেসিং মুজারাবানির শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১ রানেই আউট হতে হয়েছে তাকে।

বিরতির পর তৃতীয় সেশন শুরু করবেন জাকের ও হাসান মাহমুদ। জাকের অপরাজিত আছেন ১০ রানে। আর ফিরেছেন ৩ রান করেই। জিম্বাবুয়ের হয়ে ওয়েলিংটন মাসাকাদজা নিয়েছেন ৩ উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন মুজারাবানি, ভিক্টর নিয়াউচি ও ওয়েলিংটন মাসাকাদজা।

খেলার দুনিয়া | ফলো করুন :