স্টেডিয়াম থেকে সাবেক অধিনায়কের নাম সরাল ভারত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জমে উঠেছে শিরোপা লড়াই। তবে তার ফাঁকে একটি বিষয় নিয়ে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে দেশটির ক্রিকেটাঙ্গনে। এমনকি ব্যাপারটা আদালত পর্যন্ত গড়িয়েছে। ঘটনাটি আবার আইপিএলেরও অংশ। হায়দ্রাবাদের স্টেডিয়াম থেকে সাবেক অভিনায়কের নাম মুছে দেয়া নিয়ে উত্তপ্ত দেশটির ক্রিকেটাঙ্গন।
আইপিএলে হায়দ্রাবাদের নিজেদের মাঠ রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম। সে মাঠের একটি গ্যালারির নাম ছিল দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের নাম। তবে আদালতের নির্দেশনায় সেটি সরিয়ে ফেলেছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। গতকাল শনিবার এইচসিএর নৈতিক কর্মকর্তা ও ন্যায়পাল বিচারপতি ভি ইশ্বরাইয়া এই নির্দেশনা দেন। তবে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আজহারউদ্দিন ।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে,‘চলতি বছরের ফেব্রুয়ারিতে লর্ডস ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে নাম পরিবর্তন বিষয়ে একটি পিটিশন দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, আজহারউদ্দিন হায়দ্রবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র লঙ্ঘন করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করেছেন। এর আগে এটি ভিভিএস লক্ষ্মণের নামে ছিল, আজহারউদ্দিন এইচসিএর সভাপতির হওয়ার পরে এটা পরিবর্তন করা হয়।
নিজের নামের স্ট্যান্ড সরানোর ব্যাপারে আজহার জানান,‘ এখানে কোনো স্বার্থের সংঘাত নেই। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না, এত নিচে নামতেও চাই না। ক্রিকেট–দুনিয়া এই অ্যাসোসিয়েশনকে নিয়ে হাসবে। ১৭ বছর ক্রিকেট খেলেছি, তার মধ্যে সম্মানের সঙ্গেই প্রায় ১০ বছর অধিনায়ক ছিলাম। হায়দরাবাদে এভাবেই ক্রিকেটারদের সম্মান দেওয়া হয়! এটা খুবই দুঃখজনক। আমরা আদালতে যাব।’
উল্লেখ্য ভারতের হয়ে ১৯৮৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ৯৯ টেস্ট ও ৩৩৪টি ওয়ানডে খেলেছেন আজহারউদ্দিন। নব্বই দশকে দলের অধিনায়ক হওয়া আজহারের নেতৃত্বে তিনটি বিশ্বকাপও খেলেছে ভারত। আর তার নামই নাকি সরানোর রায় দিয়েছে এইচসিএ।