বিজয়ের রেকর্ডে উড়ে গেল রূপগঞ্জ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৩০ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

শরিফুল ইসলামকে ছক্কা মেরে যখন নিজের সেঞ্চুরি পূরণ করলেন এনামুল হক বিজয়, তখন তার উদযাপন দেখেই বুঝে ফেলার কথা বিজয় এমন কিছু করেছেন যা আগে করেনি বাংলাদেশের আর কেউ। প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে আজ সেঞ্চুরির অর্ধশতক করলেন এই ব্যাটার। বিজয়ের সেঞ্চুরিতে সুপার লিগে প্রথম জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সর্বশেষ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে সুপার লিগের প্রথম ম্যাটেই শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চমক দেখিয়েছিল সাইফ হাসানের দল। তবে আজ আর জয়ের দেখা পায়নি রূপগঞ্জ। বৃষ্টির কারণে ৪৩ ওভারের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বৃষ্টি ভেজা ম্যাচে আজ বিকেএসপিতে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে ২২৩ রানেই অলআউট হয় রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে ৪১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় গাজী গ্রুপ। প্রথম ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হারের পর সুপার লিগে এটি তাদের প্রথম জয়।

২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ৮১ রানের জুটি গড়েন অধিনায়ক এনামুল হক বিজয় ও সাদিকুর রহমান। সাদিকুর ফিরে যান ৩৬ রান করে। এরপর শামসুর রহমান শুভর ব্যাট থেকে আসে ১৭ রান। অন্যদিকে উইকেটের এক প্রান্ত আগলে ছিলেন বিজয়। খেলেছেন ১০৫ বলে ১১০ রানের ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোহাম্মদ সালমান হোসেন। করেছেন ৩৪ বলে ৩৮ রান। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ।

এর আগে ব্যাট করতে নেমে রূপগঞ্জকে এদিনও ‍দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের ১০১ রানের উদ্বোধনী জুটি ভাঙে ৫২ রানে অধিনায়ক সাইফের বিদায়ে। ব্যাট হাতে এদিন ব্যর্থ সৌম্য সরকার। করেছেন মাত্র ৪ রান। দলীয় ১৪০ রানের মাথায় ৫৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তামিম।

এরপর দলের হাল ধরেন আকবর আলি ও আফিফ হোসেন ধ্রুব। আকবর করেন ২৯ রান ও আফিফের ব্যাট থেকে আসে ৩২ রান। এরপর আর কেউ ব্যাট হাতে দলকে সাহায্য করতে পারেননি। আর তাতেই ২২৩ রানেই থামতে হয় রূপগঞ্জকে। গাজী গ্রুপের হয়ে ৭ ওভারে ৩৬ রান দিয়ে ৫ উইকের শিকার করেছেন শেখ পারভেজ জীবন।   

সংক্ষিপ্ত স্কোর:

লিজেন্ডস অব রূপগঞ্জ : ৩৯.২ ওভারে ২২৩ ( তামিম ৬৮, সাইফ ৫২, জীবন ৫/৩৬)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪১ ওভারে ২২৪ ( বিজয় ১১০, সাদিকুর ৩৬)

ফল: ৭ উইকেটে জয়ী গাজী গ্রুপ    

ম্যাচসেরা: এনামুল হক বিজয়

খেলার দুনিয়া | ফলো করুন :