গুলশানকে উড়িয়ে সুপার লিগের শীর্ষে আবাহনী

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৪৭ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

গ্রুপপর্বে জয়ধারা অব্যাহত রেখে সবার আগে সুপার লিগে পা রেখেছিল আবাহনী লিমিটেড। আর সুপার লিগেও সেই জয়যাত্রা অব্যাহত রেখেছে তারা। প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছিল দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোববার গুলশান ক্রিকেট ক্লাবকে ৫০ রানে হারিয়ে সুপার লিগেও টানা দুই ম্যাচ অপরাজিত থাকল দলটি। দারুণ এ জয়ে শিরোপা লড়াইয়ে আরো এক পা দিয়ে রাখল দলটি।

মিরপুরে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামা পারভেজ হোসেনের জড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৭৮ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রানে থামলে ৫০ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় গুলশানকে।

আজ রোববার মিরপুরে ওপেনিংয়ে নামা দুই ব্যাটারের মধ্যে ৩ ওভারের শুরুতে শাহরিয়ার কমল আউট হয়ে মাঠ ছাড়লে কিছুটা চাপে পড়ে আবাহনী। তবে অপরপ্রান্তে থাকা পারভেজ হোসেন ইমনের জড়ো ব্যাটিংয়ে আশা ফিরে পায় ঢাকার দলটি। অপরপ্রান্তে ব্যাটারদের যাওয়া আসা বাড়লেও ধীরস্থির হয়ে খেলতে থাকেন ইমন। ২২ ওভারে নিহাদউজ্জামানের বলে সাজঘরে ফেরার আগে ৭০ বলে ৮৩ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দেন ইমন।

ইমন ফিরলে মাঠে নামা আর কেউ বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেন নি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ মিথুন। ৭০ বলে মন্থরগতির ইনিংসটি ৩ চার ও ১ ছক্কা দিয়ে সাজিয়েছেন তিনি। তিনে নামা জিসান আলম করেন ২৯ বলে ২৬ রান। আর মৃত্যুঞ্জয় চৌধুরীও হাঁটেন সেই পথে। ২২ বলে ২৬ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ৪৯.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে আবাহনী। গুলশানের হয়ে ৩ টি করে উইকেট তুলে নেন ফরহাদ রেজা ও রায়হান আলী আকরাম।

জবাবে ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে গুলশান ক্রিকেট ক্লাব। নিয়মিত উইকেট হারাতে থাকা দলকে ভালো সংগ্রহ এন দেওয়ার পথে মাহফুজুর রাব্বির হাতে তালুবন্ধি হয়ে আউট হন শাকিব শাহরিয়ার। ৬১ বলে ৪৫ রানের মন্থর ইনিংস খেলেন তিনি। তিনি ফিরলে আবারো চলতে থাকে সাজঘরে ব্যাটারদের আনাগোনা। দলের হয়ে ৪৮ বলে ৩৫ ইনিংস খেলেন শাহাদত হোসাইন।

৩৬ বলে ২৫ রান করে মেহেদি হাসান ফিরলে মাঠে নামা নিহাদউজ্জামানের ব্যাটের ঝ্লকানিতে জয়ের স্বপ্ন বুনতে থাকে গুলশান। তবে বাকিরা মন্থরগতির ইনিংস খেলায় পর্যাপ্ত সময় পাননি তিনি। তাতে শেষপর্যন্ত ৭৩ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আবাহনীর হয়ে বল হাতে ২টি উইকেট তুলে নেন মেহরাব হোসেন ও মাহফুজুর রাব্বি।

খেলার দুনিয়া | ফলো করুন :