বিশ্বকাপ নিশ্চিতের পর আইসিসি থেকেও সুখবর পেলেন নিগার-শারমিনরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:২১ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ বাধা টপকে গতকাল শনিবার নারী ওয়ানডে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের এ যাত্রায় রান তাড়া করে বেশকিছু রেকর্ড গড়েছে মেয়েরা। যেখানে বারবার উঠে আসছে ব্যাটারদের ভয়ডরহীন ইনিংসের কথা। এবার নিজেদের সেই পরিশ্রমের স্বীকৃতি পেলেন বাংলাদেশ দলের ব্যাটাররা। আইসিসির নারী বিশ্বকাপ বাছাইয়ে সেরা একাদশে উঠে এসেছে টাইগার অধিনায়ক নিগাল সুলতানা জ্যোতি ও শারমিন আক্তারের নাম। পাশাপাশি সেখানে দ্বাদশ খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান।

আজ রোববার বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে সবচেয়ে বেশি খেলোয়াড়ের আছে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা পাকিস্তানের। মুনিবা আলী, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল-পাকিস্তানের এই চারজন জায়গা পেয়েছেন একাদশে। যেখানে অধিনায়ক রাখা হয়েছে ফাতিমা সানাকে। তিন আছেন ওয়েস্ট ইন্ডিজের ও দুইজন স্কটল্যান্ডের।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার শারমিন তিন ফিফটিতে করেছেন ২৬৬ রান। তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু স্কটল্যান্ডের ব্রাইস, ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৯৩। ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৪১ রান করে ব্যাটারদের মধ্যে তিনে বাংলাদেশের নিগার। ব্যাটের পাশাপাশি গ্লাভস হাতে ২টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং করা নিগার সেরা একাদশের উইকেটকিপারের জায়গা পেয়েছেন।

এদিকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাবেয়া ৬ উইকেট পেয়েছেন। বাংলাদেশের দুই বোলার জান্নাতুল ফেরদৌস (৯) ও ফাহিমা খাতুন (৮) রাবেয়ার চেয়ে বেশি উইকেট পেয়েছেন। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই মূলত নির্বাচিত হয়েছেন রাবেয়া। ওভারপ্রতি মাত্র ৩.৭২ ইকোনমিতে রান দিয়েছেন রাবেয়া।

খেলার দুনিয়া | ফলো করুন :