পাঞ্জাবকে উড়িয়ে জয়ে ফিরল আরসিবি
আইপিএলে আরসিবির সামনে আজও প্রতিপক্ষ ছিল পাঞ্জাব কিংস। তবে পার্থক্য একটাই! আগের ম্যাচে একাদশে ছিলেন না রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) দেবদূত পাডিক্কল। শুক্রবার নিজেদের ঘরের ম্যাচে যেখানে পাঞ্জাবের কাছে হেরেছিল বিরাট কোহলিরা। সেখানে আজ পাডিক্কলর ৩৫ বলে ৬১ রানের জড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে পাঞ্জাবে গুড়িয়ে খেলায় ফিরেছে আরসিবি। দারুণ এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিরাটরা।
পাঞ্জাবের মোহালিতে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের মাঝারি পুঁজি সংগ্রহ করে পাঞ্জাব কিংস। জবাবে ১৫৮ রানের লক্ষ্য তাড়ায় বিরাট কোহলির নিয়ন্ত্রিত ওপেনিং আর পাড়িক্কলের জড়ো ব্যাটিংয়ে ১৮.৫ ওভারে জয় তুলে নেয় আরসিবি।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করলেও সেটা ধরে রাখতে পারেনি পাঞ্জাব। দুই ওপেনার প্রিয়াশ আর্য ও প্রাভসিমরান সিং আউট হলে রানের পালে আর হাওয়া দিতে পারেনি দলটি। ৪র্থ ওভারের শুরুর দিকে ক্রুনাল পান্ডিয়ার বল সুইপ করতে গিয়ে টিম ডেবিডের হাতে তা্লুবন্ধি হন প্রিয়াশ। ১৫ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ২ ওভারের মাথায় আবারো পাঞ্জাব শিবিরে হানা দেয় ক্রুনাল। এবার ফাঁদে ফেলেন প্রাভসিমরান সিংকে। ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলার পথে ডেবিডের হাতে আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
এরপর জস ইংগ্লিশ রানের হাল ধরার চেষ্টা করলেও কাজ হয় নি। মাত্র ২৯ রান করেন তিনিও মাঠ ছাড়েন। আগের ম্যাচে ধ্যুতি ছড়ালেও আজকে নিষ্প্রভ ছিলেন শ্রেয়াস আইয়ার। দলের রান যখন তলানিতে তখন শশাঙ্ক সিংয়ের মন্থরগতির ৩৫ রানের ইনংসে ভর করে ১৫৭ রানের মাঝারি পুজি দাড় করায় পাঞ্জাব। আরসিবির হয়ে বল হাতে ২ টি করে উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া ও সুয়াষ শর্মা।
১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কোহলি খেলেছেন নিজের ছন্দে। কোনও ঝুঁকি নেননি। তিনি যে ভাবে দায়িত্ব নিয়ে ইনিংস গড়েন, সেটাই করেছেন। শেষদিকে যুজবেন্দ্র চাহালকে চার, ছক্কা মারতে শুরু করার আগে কোহলি ধীরে সুস্থে খেলছিলেন। তবে সেই সময় অপরপ্রান্তে ঝুঁকি নিচ্ছিলেন পাড়িক্কল। দ্বিতীয় ওভারেই মাঠে নামতে হয়েছিল তাকে। খেললেন ১৩তম ওভার পর্যন্ত। এই ১২ ওভারে পাড়িক্কল গোটা মাঠ জুড়ে খেললেন। পেসার, স্পিনার কাউকেই তোয়াক্কা করলেন না। তাতে ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়তে হয় তাকে। আর ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নোঙর করিয়ে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। পাঞ্জাবের যুজবেন্দ্র চাহাল ও আর্শদীপ সিং নেন ১ টি করে উইকেট।
পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার টেবিলের তলানিতে থাকা রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে আরসিবি।