ম্যাচে ফিরতে লড়ছে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:১৩ এএম | ২১ এপ্রিল, ২০২৫

১৯ রানের ব্যবধানে ২টি উইকেট নেই জিম্বাবুয়ের। নাহিদ রানার এমন বোলিংয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আগের দিন ব্যাট করতে নেমে ১৯১ রানের হতশ্রী পারফরম্যান্স করার পর টাইগারদের একমাত্র ভরসা ছিল গতিদানব নাহিদ রানা। আর সেই প্রত্যাশার প্রতিদানই দিলেন তিনি। সিলেটে সিরিজের দ্বিতীয় দিনে আজ সোমবার ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ২টি উইকেট তুলে নিয়েছেন নাহিদ রানা। এরপরেই আরো একটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরার লড়াইয়ে আরেকটু এগিয়ে দেন হাসান মাহমুদ।

সিলেটে আজ অবশ্য বুষ্টি হবে হবে মনে হলেও মেঘ ঢাকা আকাশ উপরে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আর সেখানে শুরতেই টাইগারদের বোলারদের দাপটে মুখে পড়ে সফরকারীরা। গতকাল আলোক স্বল্পতায় ৬৭ রানে ইনিংস শেষ করেছিল জিম্বাবুয়ে। হতকাল সুবিধা করতে না পারলেও নাহিদ রানার কল্যাণে আজ সোমবার আপাতত শুরুটা ভালোই হলো নাজমুল হোসেনের দলের। দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন কারেন। করেছেন ৫৫ বলে ১৮ রান।

কারেন ফেরার ১৯ রানের মাথা নাহিদ রানার শিকার হলেন ব্রিয়ান বেনেট। অফ স্টাম্পের কিছুটা বাইরে, ভালো লেংন্থের বল পেয়ে বেনেট স্কয়ার কাট করার চেষ্টা করেছিলেন। তবে বাইরের কানায় লেগে ক্যাচ গেল উইকেটের পেছনে জাকের আলির কাছে। তাতে ৫৭ রানে ফিরলেন জিম্বাবুয়ান ব্যাটার। এরপর চমক দেখালেন হাসান মাহমুদ। দুর্দান্ত এক ইনসুইংয়ে অফ স্টাম্প উড়িয়ে নিল নিক ওয়েলচকে। তাতে দিনের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :