হাথুরুসিংহের আত্মপক্ষ সমর্থনে ফের আলোচনায় পুরনো কাণ্ড

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:২০ পিএম | ২১ এপ্রিল, ২০২৫

বিশ্বকাপের সময় ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনার সূত্র ধরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। চন্ডিকা হাথুরুসিংহে ও নাসুম আহমেদকে ঘিরে জন্ম নেওয়া ‘চড়কাণ্ড’ নিয়ে, যা অনেকের মতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ হাথুরুসিংহের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ঘটনার রূপ পাল্টে যাচ্ছে নতুন নতুন মন্তব্যে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘কোড স্পোর্টস’-এ মুখ খুলেছেন হাথুরুসিংহে নিজেই, সঙ্গে ছিলেন সাবেক ব্যাটিং কোচ নিক পোথাস এবং স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তিনজনই একবাক্যে অস্বীকার করেছেন যে, নাসুমের গায়ে হাত তুলেছিলেন হাথুরুসিংহে। বরং নিজেদের দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে ‘অতিরঞ্জিত’, ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অভিযোগের পেছনে ব্যক্তিগত ক্ষোভ’ বলে ব্যাখ্যা দিয়েছেন।

হাথুরুসিংহে দাবি করেছেন, তিনি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া বা হাতাহাতিতে জড়াননি। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন সবসময়, যদিও হতাশা থেকে বস্তু ছুঁড়ে ফেলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন তিনি। তার অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ক্যারিয়ার শেষ করে দিয়েছে।

রঙ্গনা হেরাথ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করে বলেছেন, চড় মারার মতো কিছু ঘটেনি। তার মতে, একটি ধাক্কা বা শরীর স্পর্শের ঘটনা থাকলেও তা আক্রমণাত্মক আচরণ নয়। আর এমন গুরুতর কিছু ঘটে থাকলে সেটি বিভিন্ন ক্যামেরায় ধরা পড়ত বলে যুক্তি দেন হেরাথ।

নিক পোথাসও হাথুরুসিংহের পাশে দাঁড়ান। তিনি বলেন, একজন পেশাদার কোচের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় এবং হাথুরুসিংহে যদি এমন কিছু করতেন, তবে এতদিন আন্তর্জাতিক অঙ্গনে টিকেও থাকতে পারতেন না। তাঁর মতে, অভিযোগকারীর মনে ক্ষোভ থাকতে পারে এবং সে হয়তো বুঝতেই পারেনি, এর প্রভাব কত দূর গড়াবে।

এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে-বোর্ড কি তখন একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছিল? নাকি হাথুরুসিংহের সঙ্গে সম্পর্কের অবনতিই ছিল মূল কারণ?

খেলার দুনিয়া | ফলো করুন :