‘বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে’ -সোহানের বিস্ফোরক সতর্কবার্তা
বাংলাদেশ ক্রিকেট এখন অস্তিত্ব সংকটে। মাঠে যেমন নেই উল্লেখ করার কোনো সাফল্য, মাঠের বাইরেও তেমনই চলছে বিশৃঙ্খলা। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিলেট টেস্টেও টাইগারদের পারফরম্যান্স এখনো ভরসা জোগাতে পারেনি সমর্থকদের। এই সংকটময় পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক এক মন্তব্য করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
রোববার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সোহান খুলনার স্থানীয় ক্রিকেটের দুরবস্থা নিয়ে লেখেন, এমন পরিস্থিতি চলতে থাকলে শুধু খুলনার নয়, পুরো বাংলাদেশের ক্রিকেটই ধ্বংস হয়ে যাবে।
তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেওয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এইসব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না।’
সোহানের মতে, খুলনা একসময় দেশের ক্রিকেট তারকাদের অন্যতম বড় উৎস ছিল। মাশরাফি, সাকিব, সৌম্য, মোস্তাফিজদের মতো বড় তারকারা এসেছেন এই অঞ্চল থেকেই। কিন্তু প্রায় ৮-১০ বছর ধরে খুলনায় কোনো লিগ অনুষ্ঠিত না হওয়ায় নতুন প্রতিভারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও লিখেছেন, ‘একটা সময় জাতীয় দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসত। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়িক স্বার্থে ক্রমশ পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা।’
এই পোস্ট এমন এক সময় এসেছে, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে। কিছুদিন আগেই দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায় বিসিবি কার্যালয়ে, যেখানে টাকার গরমিলও ধরা পড়ে। সোহান লিখেছেন, ‘এইভাবে যদি চলতে থাকে, তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’