ফের ঘুরে দাঁড়ালো জিম্বাবুয়ে, ২২ রানের লিড

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:০১ পিএম | ২১ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল জিম্বাবুয়ে। স্বাগতিকদের ১৯১ রানে অলআউট করার পর দিনের শেষ সেশনে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় দিনে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে টাইগাররা। দিনের প্রথম দুই সেশনে তুলে নিয়েছে জিম্বাবুয়ের ৬ উইকেট। যদিও ২২ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে ক্রেইগ আরভিনের দল।

৪ উইকেটে ১৩৩ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ তখনও এগিয়ে ৫৮ রানে। শন উইলিয়ামস ও ওয়েসলি মাদেভেরের ৪৮ রানের জুটিতে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মাদেভেরে ২৪ ও শন উইলিয়ামসম আউট হয়েছেন ৫৯ রানে। প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিতে সক্ষম হলেও দ্বিতীয় সেশনে বাংলাদেশ নিয়েছে এই দুই উইকেট। বিপরীতে জিম্বাবুয়ে করেছে ৮০ রান।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা, যখন তিনি বেন কারানকে ফিরিয়ে দেন এবং ভেঙে দেন উদ্বোধনী জুটি। এরপর বিদায় করেন আগের দিন ওয়ানডে ধাঁচে ব্যাট করে অর্ধশতক পাওয়া ব্রায়ান বেনেটকে। এরপর নিক ওয়েলচকে থামান হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে নাহিদ রানা একাই নিয়েছেন ৩ উইকেট। মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।

বিরতির পর বাংলাদেশ অতি দ্রুত জিম্বাবুয়েকে বেধে রাখতে। আর সফরকারীদের চোখ থাকবে লিডটাকে আরও বড় করার। নায়াশা মায়াভো ৩১ ও ওয়েলিংটন মাসাকাদজা ২ রান নিয়ে অপরাজিত থেকে বিরতিতে গেছেন।

 

খেলার দুনিয়া | ফলো করুন :