যথারীতি এ+ গ্রেডে বিরাট-রোহিত
বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের দুই ব্যাটিং স্তম্ভ। দুজনই দলকে দিয়েছেন দুহাত ভরে। তবে সময়ে সঙ্গে কিছুটা মলিন হয়েছে তাদের ব্যাট। দলে থাকা নিয়ে হয়েছে সমালোচনা। তবে এখনো তাদের উপর বিশ্বাস রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বোর্ড। যেখানে এ+ গ্রেডে জায়গা পাওয়া চার ক্রিকেটারের মাঝে আছেন বিরাট-রোহিতও।
মোট ৩৪ জন ক্রিকেটারের সঙ্গে নতুন এই চুক্তি করেছে বিসিসিআই। যেখানে আগের মতোই শীর্ষ গ্রেডে (এ+) আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। ধারণা করা হচ্ছিল রোহিত ও বিরাট এ+ গ্রেডে থাকবেন না। তবে তা আর হয়নি।
অন্যদিকে বর্তমান চুক্তিতে না থাকা শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করার কারণে আবারও ফিরেছেন চুক্তিতে। তার জায়গা হয়েছে বি গ্রেডে। এছাড়া ইষাণ কিষাণও জায়গা পেয়েছেন এই গ্রেডে। আর ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে এসেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত।
এ+ গ্রেডে থাকো একমাত্র ক্রিকেটার বুমরাহ যিনি সব ফরম্যাটে খেলছেন। রোহিত, কোহলি ও জাদেজা এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধু টেস্ট ও ওয়ানডে খেলেন তাঁরা। তবে বিসিসিআই তিনজনকে শীর্ষ গ্রেডে রেখে দিয়েছে। প্রতি গ্রেডের বেতন অবশ্য আগের মতোই আছে। এ+ গ্রেডের ক্রিকেটাররা বেতন পাবেন বছরে ৭ কোটি রুপি। ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন বছরে ৫ কোটি রুপি। ‘বি’ গ্রেড ৩ কোটি এবং ‘সি’ গ্রেড ১ কোটি রুপি বছরে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি
গ্রেড এ+: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা
গ্রেড এ: মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, ঋষভ পন্ত
গ্রেড বি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার
গ্রেড সি: রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভম দুবে, রবি বিষ্ণুই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হারশিত রা