সাবেক কোচের বকেয়া বেতন আটকে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:১৬ পিএম | ২১ এপ্রিল, ২০২৫

পাকিস্তান ক্রিকেট এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী। চ্যাম্পিয়ন ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সমালোচনা থেকে বাদ যাননি দলের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলের এমন দুর্দশার মাঝে কিছুদিন আগে পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি দাবি করেছিলেন যে তাকে বকেয়া টাকা দেওয়া হয়নি। এবার তার দাবি প্রত্যাখান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি দাবি করেছে যে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার কোনো টাকা পাবেন না তাদের থেকে।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে গিলেস্পি বলেছিলেন, ‘বিস্তারিত বলতে চাই না। এখনও অপেক্ষা করছি। পারিশ্রমিক বাবদ কিছু টাকা এখনও পাওনা রয়েছে আমার। যে টাকা আমার প্রাপ্য হয়, তার একটা অংশ পাব। এটা হতাশাজনক। আশা করি খুব দেরি হওয়ার আগেই বিষয়টার নিষ্পত্তি হয়ে যাবে।’

গিলেস্পির এমন অভিযোগের পর এবার মুখ খুলেছে দেশটির ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘
পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রাক্তন কোচের দাবি প্রত্যাখ্যান করছে। কারণ, তিনি চুক্তি অনুযায়ী চার মাসের নোটিশ না দিয়ে হঠাৎ দায়িত্ব ছেড়ে দেন। যা পরিষ্কার একতরফা চুক্তিভঙ্গ। চুক্তিতে স্পষ্ট বলা ছিল, দু’পক্ষকেই চার মাসের নোটিশ দিতে হবে দায়িত্ব ছাড়ার বা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে। কোচও বিষয়টি জানতেন।’

নিজের সাক্ষাৎকারে যদিও গিলেস্পি জানাননি পিসিবির কাছে তিনি কত টাকা পাবেন। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে চুক্তি মত তারা সব টাকা পরিশোধ করে দিয়েছে। মূলত পাকিস্তানের কোচ থাকাকালীন গিলেস্পির অন্যতম সহকারী টিম নিয়েলসনের চুক্তি নবীকরণ না করায় তার সঙ্গে পিসিবির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। বিভিন্ন বিষয় নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে মতবিরোধ লেগেছিল তার। যার রেশ ধরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে হঠাৎ কোচের দায়িত্ব ছেড়ে দেন গিলেস্পি।

খেলার দুনিয়া | ফলো করুন :