টেস্ট জিততে কি করতে হবে জানালেন মিরাজ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:২৩ পিএম | ২১ এপ্রিল, ২০২৫

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিনেই মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। জবাবে প্রথম দিনে তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় দিনে এসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পিছনে গুরুত্মপূর্ণ ভূমিকা পালন করেছেন বোলাররা। দিনের শুরুটা বাংলাদেশের পক্ষে এনে দিয়েছিলেন পেসার নাহিদ রানা। আর শেষটা করেছেন সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আজ দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে যখন চার উইকেটে ২২ রানের লিড নিয়ে খেলতে নেমেছিল জিম্বাবুয়ে, তখন মিরাজই নিয়েছেন চার ‍উইকেট। তাতেই ৮২ রান লিড নিয়েই অলআউট হয়েছে ক্রেইগ আরভিনের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। ১ উইকেট হারিয়ে ৫৭ রানে দিন শেষ করেছে শান্তর দল। পিছিয়ে আছে ২৫ রানে।

টেস্টে বাংলাদেশের হয়ে ১১ বার ৫ উইকেট নেওয়া মিরাজ মনে করেন এই ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,  ‘প্রথমে আমাদের লিডটা পার করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি। তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি।’

এই উইকেটে জয়ের জন্য বাংলাদেশের কত রান করতে হবে এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘এখন যে উইকেট আছে, আমার মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি, ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব, ৩৫০ থেকে যদি ৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’

মিরাজের লক্ষ্য পূরণ করতে বাংলাদেশকে পাড়ি দিতে হবে আরও দীর্ঘ পথ। ৩৫০ এর উপরে লক্ষ্য ছুড়ে দিতে করতে  হবে প্রায় ৪৫০ রান। তবে দুশ্চিন্তার বিষয় সিলেটের মাঠে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরই ৩৩৮। কাল দিনের শুরুটার উপর অনেকাংশেই নির্ভর করবে বাংলাদেশ কতদূর যেতে পারবে।  

 

খেলার দুনিয়া | ফলো করুন :