সিলেট টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের আজ তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ের আগেই, সকাল ৯টা ৪৫ মিনিটে। আগের দুই দিনের আলোকস্বল্পতা পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত। কিন্তু প্রকৃতি বাধা হয়ে দাঁড়াল এবার-সকালের হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হয়।
সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। নির্ধারিত সময়ের আগেই মাঠে হাজির হওয়ার কথা থাকলেও কোনো দলই মাঠে নামেনি। দুই দলই মাঠে পৌঁছেছে সকাল ১০টার দিকে। তখনো বৃষ্টি থামেনি, আর খেলা শুরুর মতো পরিস্থিতিও তৈরি হয়নি। দুপুর ১২টা গড়িয়েও খেলা শুরু করা যায়নি, যদিও বৃষ্টি থেমেছে। সব ঠিক থাকলে দিনের খেলা শুরু হবে দুপুর ১টায়।
এই মুহূর্তে ম্যাচ দাঁড়িয়ে আছে বেশ সংবেদনশীল এক জায়গায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান করেছে বাংলাদেশ। দল এখনো পিছিয়ে ২৫ রানে। উইকেটে রয়েছেন মাহমুদুল হাসান জয় (২৮*) ও মুমিনুল হক (১৫*)।
এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে ব্যাকফুটে পড়ে স্বাগতিকরা। মুমিনুলের ৫৬ ও শান্তর ৪০ ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস ছিল না। জবাবে জিম্বাবুয়ে ২৭৩ রান করে এগিয়ে যায় ৮২ রানে। তাদের পক্ষে ব্রায়ান বেনেট করেন ৫৭, আর শন উইলিয়ামস ৫৯ রান। শেষ দিকে এনগারাভা (২৮) ও মুজারাবানির (১৭) কার্যকর ইনিংস জিম্বাবুয়েকে লিড এনে দেয়।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম দলীয় ১৩ রানে বিদায় নেন। এরপর জয়-মুমিনুল জুটি কিছুটা হাল ধরেন, স্কোরবোর্ডে যুক্ত করেন ৪৪ রান।