প্লে অফে খেলতে হলে যে সমীকরণ কেকেআরের সামনে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:১১ পিএম | ২২ এপ্রিল, ২০২৫

আইপিএলে ৮ ম্যাচের মধ্যেই ৬টিতে হেরেছে কলকাতা নাইট রাইডার্স! মাত্র ৩ ম্যাচ জয়ে ৬ পয়েন্ট টেবিলের ৭ম স্থানে আছে দলটি। বাকি আছে আরো ছয়টি ম্যাচ। যেখানে ভর করে প্লে অফের আশা দেখছে অজিঙ্ক রাহানেরা। তবে প্লে অফে খেলা অতটা সহজ হবেনা নিজেদের প্রথম ম্যাচে হারা কেকেআরের। কেননা সেখানে প্লে অফ নিশ্চিত করতে হলে পরের ৬ ম্যাচের প্রতিটিতে জয় তুলতে হবে কেকেআরকে।

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে যাত্রা শুরু করেছে কলকাতা। সেবার হারের পর পিচের ওপর দোষ চাপিয়েছিল কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। পিচ সমস্যার সমাধান হলেও ভাগ্য খুলে নি তাদের। পরের ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় কেকেআরকে। আর গতকাল সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৯ রানের হেরে প্লে অফের আগেই নড়বড়ে হয়ে গেছে কলকাতা শিবির।

গুজরাটের বিপক্ষে সেদিন ঘরের মাঠে ১৯৯ রান তাড়ায় ১৫৯ রানে থামে অজিঙ্ক রাহানেরা। এ ম্যাচ হারের পর প্লে অফে পৌঁছতে তাদের হাতে আছে আর ছয়টি ম্যাচ। নিয়মানুযায়ী আইপিএলের প্লে-অফে উঠতে হলে অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন। আর সেটা করতে হলে বাকি ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিততে হবে কেকেআরকে। তবে এর ব্যতিক্রমও আছে, আইপিএলে দেখা গেছে ১৬ পয়েন্ট নিয়েও প্লে-অফে নিশ্চিত করতে পারেনি অনেক দল। এবারও যদি তেমনটা হয় তাহলে কলকাতা চাপে পড়ে যাবে নেট রানরেটের কারণে। বর্তমানে কেকেআরের রানরেট -০.৬৩৩। তবে কলকাতা যদি বাকি ছ’টি ম্যাচই জিতে নেয় তাহলে সর্বোচ্চ ১৮ পয়েন্টে পৌঁছাতে পারবে। তা হলে প্লে-অফে ওঠার সুযোগ একটু বেশি থাকবে।

এদিকে আইপিএলে চলতি আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে গুজরাট টাইটান্স। আর ৭ ম্যাচের ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দিল্লি ক্যাপিটালস। আর ৮ ম্যাচে ৫ জয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে রানরেটে ব্যবধানে কারণে তৃতীয়,চতুর্থ ও পঞ্চম স্থানে আছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস। আর ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআর আছে সপ্তম স্থানে। আর ৪ পয়েন্ট করে নিয়ে টেবিলের তলানিতে থাকা তিন দল রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাই প্লে অফের সমীকরণ মেলাতে বাকিদের দিকে চেয়ে আছে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :