ফের ৪ রানে ফিরলেন মুশফিক

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:৪০ পিএম | ২২ এপ্রিল, ২০২৫

সিলেটের আকাশ সকাল থেকে কাঁদছিল। যে কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা পরে মাঠে গড়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ের টিস্টে সিরিজের তৃতীয় দিনের ম্যাচ। সিরিজের প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেওয়া জিম্বাবুয়েকে গতকাল অবশ্য বেশ ভালোভাবেই নিজেদের শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ। নাহিদ রানার তোপে ম্যাচে ফেরার আশা দেখানোর পর গতকাল দলের ব্যবধান কমান মাহমুদুল হাসান।

দেশের আবহাওয়া যেন টাইগারদের মাঠে নামার বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। ১ উইকেট হারিয়ে ৫৭ রান দিয়ে দ্বিতীয় শুরু করা টাইগাররা শুরুটা করেছে সাদামাটাভাবে। বৃষ্টি মাড়িয়ে মাঠে নামার কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন গতদিন দলকে এগিয়ে দেয়া মাহমুদুল হাসান। মুজারাবানির শর্ট বল খেলতে গিয়ে বল তাঁর গ্লাভসে লেগে গেল প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে। ৬৫ বলে ৩৩ করে ফিরলেন বাংলাদেশ ওপেনার।

এরপরে মাঠা নামা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বোঝাপড়াটা ভালোভাবে করেছেন মুমিনুল। তাতে ২৫ ওভারেই ২৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। তবে ২৬ ওভারে অঘটন ঘটতে পারত বাংলাদেশ শিবিরে। ওই ওভারের শুরুতে অফ স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বলে উইকেটকিপার মায়াভোকে ক্যাচ দিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল। তবে বল গ্লাভসে রাখতে পারায় রক্ষা পান তিনি।

৩৪ ওভারে নিয়াউচির শেষ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মুমিনুল। ভালোই ব্যাট করছিলেন। কিন্তু উঠে আসা বলটি ঠিকমতো খেলতে পারেননি। বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়ে। ৮৪ বলের ইনিংসে ৬টি চার মেরেছেন। আর তৃতীয় উইকেটে নাজমুলের সঙ্গে মুমিনুলের ৬৫ রানের জুটিরও ইতি ঘটল। নাজমুলকে সঙ্গ দিতে ক্রিজের অপর প্রান্তে নামেন মুশফিকুর রহিম।

তবে গত ম্যাচের পর আজকেও হাসল না মুশফিকের ব্যাট। ২০ বলে মাত্র ৪ রানে প্রথম স্লিপে আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিকুর রহিম। সিরিজের প্রথম ইনিংসেও চার রানে ফিরেছিলেন তিনি। ৪১.৪ ওভারে তাকে ফিরিয়েছেন জিম্বাবুয়ে পেসার মুজারাবানি। তাতে সিরিজের তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে চা বিরতিতে গেছে দুই দল।

 

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :