উন্নত চিকিৎসায় তাসকিনকে ইংল্যান্ডে পাঠাচ্ছে বিসিবি
সিলেটে তৃতীয় দিনের মতো চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ। সেখানে অবশ্য আগে থেকেই নেই দেশি পেসার তাসকিন আহমেদ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে চোটের কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গেছেন। তখন অবশ্য সিলেটে তাকে না পেলেও চট্টগ্রামে হতে যাওয়া টেস্টে ফিরে পাওয়ার আশা দেখেছিলেন অনেকেই। তবে এবার সেই আশাও ফিকে হল। চোটের উন্নত চিকিৎসার জন্য তাসকিনকে ইংল্যান্ড পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)।
আজ মঙ্গলবার তাসকিনের চিকিৎসার জন্য যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানান,‘ ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে, এর আগেই সেখানে থাকবেন তিনি।’ দেবাশীষ নিজেই তাসকিনের সফরসঙ্গী হিসেবে থাকবেন।
জানা গেছে,ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বিষয়ে। তবে বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাসকিন। অবশ্য ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক।
তাসকিনের বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির জন্য তার দৌড়াতে সমস্যা হচ্ছিল। তবে সেটা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে আসার পর ডিপিএলেও কয়েক ম্যাচ খেলেন তিনি। তবে শেষপর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেননি ডিপিএলে মোহামেডানের হয়ে খেলা তাসকিন।