এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে আজ ক্রিকেটের চেয়ে প্রকৃতির দাপটই ছিল বেশি। বৃষ্টি, ভেজা আউটফিল্ড এবং পরে আলোকস্বল্পতায় দিনের অর্ধেক সময়ের বেশি খেলা বন্ধ থাকতে বাধ্য হয়। সব মিলিয়ে মঙ্গলবার খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার।
বাংলাদেশ তবু এই বাধা ঠেলে ম্যাচে নিজেদের এগিয়ে রাখার কাজটা চালিয়ে গেছে। দিন শেষে ৪ উইকেটে ১৯৪ রান তুলে স্বাগতিকরা এগিয়ে গেছে ১১২ রানে। এদিন সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তার দায়িত্বশীল ব্যাটিংই বাংলাদেশকে এনে দেয় গুরুত্বপূর্ণ লিড।
তৃতীয় দিন থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয় (৩৩) ও মুমিনুল হক (৪৭)। মুশফিকুর রহিমও হতাশ করেন মাত্র ৪ রানে ফিরে। এই কঠিন সময়ে অধিনায়ক শান্ত ও উইকেটরক্ষক জাকের আলির জুটি দলকে উদ্ধার করে।
নাজমুল শান্ত খেলছেন ১০৩ বলে ৭ চারসহ ৬০ রানে অপরাজিত। অন্যপ্রান্তে জাকের আছেন ৬০ বলে ২১ রানে, হাঁকিয়েছেন ৩টি চার। এই জুটিতে এসেছে ৩৯ রান।
বৃষ্টির কারণে প্রথম তিন ঘণ্টা বলই গড়ায়নি মাঠে। খেলা শুরু হয় দেরিতে, কিন্তু খেলা শেষ হয় আরও আগেভাগেই-আলোকস্বল্পতার কারণে। শেষ পর্যন্ত ৪৪ ওভারে বাংলাদেশ যোগ করেছে ১৩৭ রান। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫৭ ওভারে ১৯৪/৪।
জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এখন পর্যন্ত ম্যাচে সবচেয়ে সফল বোলার, দুটি ইনিংস মিলিয়ে তার উইকেট ৩টি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিয়েছেন নিয়াউচি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১/১০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ১৯৪/৪ (জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০*, মুমিনুল ৪৭, মুশফিক ৪, জাকের ২১*; নিয়াউচি ১৩-৪-২৮-১, মুজারাবানি ১৫-৫-৫১-৩, এনগারাভা ১৩-০-৫৫-০, মাধেভেরে ৮-১-৩২-০, মাসাকাদজা ৮-৩-১৩-০)