আরশাদের গোলে শীর্ষে হকি দল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৫৮ পিএম | ২২ এপ্রিল, ২০২৫

এইচএফ কাপ হকির চলতি আসরে আজ মঙ্গলবার থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দারুণ এ জয়ে বি গ্রুপে তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বুধবার বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। কালকের ম্যাচের পর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এবারে এএইচএফ হকি কাপে নিজেদের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কাজাখস্তান আর পরের ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়ে আজেয় থেকে মাঠে নেমেছিল বাংলাদেশ। আজকেও বলের নিয়ন্ত্রণে শুরু থেকে মনোযোগী থাকলেও প্রথম কোয়ার্টারে কোনো দলই কার্যকরী হয়ে উঠতে পারেনি প্রতিপক্ষের গোলমুখে।

তবে দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে থাইল্যান্ডের ভীতি ছড়াতে থাকে লাল-সবুজের জার্সিধারীরা। আর ২৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্রাগ ফ্লিকে দলকে এগিয়ে নেন আশরাফুল। তাতে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন এই ডিফেন্ডার। কিন্তু দ্বিতীয় কোর্য়াটারের শেষদিকে থাউইচ্যাটের ফিল্ড গোলে সমতা ফেরায় থাইল্যান্ড। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই দৃষ্টিনন্দন রিভার্স হিটে বাংলাদেশকে ফের এগিয়ে নেন আরশাদ হোসেন। শেষ পর্যন্ত এই গোলই গড়ে দেয় ব্যবধান।

শেষপর্যন্ত ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথমেই লিড এনে দেওয়ার স্বীকৃতি স্বরূপ ম্যাচসেরার পুরস্কার হাতে উঠে আশরাফুল ইসলামের হাতে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :