৩ ম্যাচেই রেকর্ড: পিএসএলে বাংলাদেশের সেরা উইকেটশিকারী রিশাদ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:০১ এএম | ২৩ এপ্রিল, ২০২৫

বল হাতে ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন লাহোর কালান্দার্সের লেগি রিশাদ হোসেন। মুলতান সুলতানসের বিপক্ষেও ঝড় তুললেন। যদিও ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিনি নিয়েছেন ২টি উইকেট, তবুও এই পারফরম্যান্সই এনে দিয়েছে তাকে একটি গৌরবময় রেকর্ড।

মুলতানের বিপক্ষে গতকাল ২২৮ রানের বড় স্কোরের সামনে বোলারদের জন্য দিনটা ছিল অত্যন্ত কঠিন। লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি ৭ জন বোলার ব্যবহার করলেও একমাত্র আব্বাস আফ্রিদি ছাড়া সবার ইকোনমি রেটই ৭ এর ওপরে। রিশাদ তার প্রথম ওভারে দিয়েছিলেন ১০ রান, দ্বিতীয় স্পেলে ১২তম ওভারে দেন ১২ রান। শেষ দুই ওভারে দেন ২৩ রান, কিন্তু তুলে নেন মূল্যবান দুই উইকেট—উসমান খান ও অ্যাস্টন টার্নারের।

এই দুটি উইকেটের মাধ্যমেই রিশাদ নিজের নাম লেখান একটি বিশেষ তালিকায়। পিএসএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে তিনি এখন যৌথভাবে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে—সবার উইকেট সংখ্যা ৮। তবে পার্থক্য হলো, রিশাদ এই কীর্তি গড়েছেন মাত্র ৩ ম্যাচে, যেখানে বাকিদের লেগেছে অন্তত দুটি আসর।

এছাড়াও এক আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটিও এখন রিশাদের। মাহমুদউল্লাহ ২০১৬-১৭ মৌসুমে কোয়েটার হয়ে নিয়েছিলেন ৭ উইকেট, আর রিশাদ এবার ইতিমধ্যে নিয়েছেন ৮।

চলতি পিএসএলে উইকেট শিকারীর তালিকায় রিশাদ এখন আছেন তৃতীয় স্থানে। তাঁর ওপরে আছেন কেবল জেসন হোল্ডার (১১ উইকেট) ও হাসান আলী (১০ উইকেট)।

যদিও তার দল লাহোর কালান্দার্স হেরেছে ম্যাচটি ৩৩ রানে, কিন্তু ব্যক্তিগতভাবে রিশাদ রেখে যান উজ্জ্বল ছাপ। 

খেলার দুনিয়া | ফলো করুন :