সাকিবকে পেছনে ফেলে মিরাজের রেকর্ড

  • অমিত হাসান
  • ০৭:০৭ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫

জিম্বাবুয়ের লক্ষ্য মাত্র ১৭৪ রান। এই রানেই প্রথম উইকেট জুটিতে ৯৫ রানের জুটি! প্রয়োজন আর মাত্র ৭৯ রান। হাতে আছে ১০ উইকেট। এমন ম্যাচে বাংলাদেশ যে জয়ের কোনো সম্ভাবনা তৈরি করতে পারবেনা তা আগেই অনুমেয় ছিল। তবে জিম্বাবুয়েকে এত সহজে জিততে দেননি মেহেদি হাসান মিরাজ। তার দুর্দান্ত বোলিংয়ে এক সময় মনে হয়েছিল বাংলাদেশ জিতেও যেতে পারে এই ম্যাচ। তবে তা আর হয়নি। তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী দল।

তবে দল হারলেও দুই ইনিংসেই বল হাতে আলো ছড়িয়েছেন মিরাজ। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই এক অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন এই অলরাউন্ডার। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ তিনবার এক টেস্টে ১০ উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন ২ বার টেস্টে ১০ উইকেট নেওয়া তাইজুল ও সাকিবকে।

এদিন আরও্ এক ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন মিরাজ। দেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিয়েছেন তিনি। ২০০ উইকেট নিতে মিরাজের লেগেছে ৯১ ইনিংস।

টেস্টে বাংলাদেশের হয়ে এখনও টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা ২৪৬ টি। এরপরের স্থানে আছেন তাইজুল ইসলাম। ৯৩ ইনিংসে তাইজুলের উইকেট সংখ্যা ২১৯ টি।

খেলার দুনিয়া | ফলো করুন :