শাস্তি কমলো না হৃদয়ের, শরফুদ্দৌলা থাকছেন বিসিবিতে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৫৫ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট মানেই সমালোচনা। সেই সমালোচনায় জড়িয়েছিলেন এবার মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। ১২ এপ্রিল মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচ চলাকালে আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছিলেন হৃদয়। যার ফলে ডিমেরিট পয়েন্ট এবং আর্থিক জরিমানার শাস্তি হয়েছিল তার।

৭টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন হৃদয়। তবে ঘটনা এখানেই থেমে যেতে পারতো। তবে তা থামেনি। বিষয়টির জল গড়িয়েছে অনেক দূর। মোহামেডানের পক্ষ থেকে শাস্তি কমানোর আবেদন করলে কমে আসে হৃদয়ের সাজা। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন দেশসেরা এই আম্পায়ার শরফুদ্দৌলা। আর তারই প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডের কাছে চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছিলেন তিনি।

শরফুদ্দৌলার এমন সিদ্ধান্তের পর সভার আয়োজন করা হয়। যেখানে নিজেদের ভুল বুঝতে পেরেছে বিসিবির আম্পায়ার্স বিভাগ। আর এরপরই বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দেশসেরা এই আম্পায়ার।

সভা শেষে আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান বলেন, ‘সৈকতকে আমরা পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। ও তার অবস্থান থেকে সরে এসেছে।’ কারও শাস্তি মওকুফের বা কমানোর এখতিয়ার না থাকলেও হৃদয়ের ক্ষেত্রে আম্পায়ার্স বিভাগ কেন সেটি করেছিল, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এটা ভুল করেছি। প্রক্রিয়াটা ভুল ছিল।’

নিয়ম অনুযায়ী শাস্তি কমানোর ক্ষমতা আছে কেবল সিসিডিএমের টেকনিক্যাল কমিটির। এর আগে নিয়মের বাইরে গিয়ে আম্পায়ার্স বিভাগের শাস্তি কমানোর সিদ্ধান্তে প্রবল সমালোচনার মুখে পড়ে বিসিবি। তাই এখন হৃদয়কে নতুন করে বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে তারা।

 

খেলার দুনিয়া | ফলো করুন :